অংশ-৫
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-১
৪০। তুমি তোমার কোনো আত্মীয়স্বজনকে কখনো মনে মনেও গালিমন্দ করবে না। কারণ—
ক. তা একসময় প্রকাশ পেয়ে যাবে
খ. তা মহান আল্লাহ তাআলা জানবেন
গ. তোমার আচার-ব্যবহারে টের পাবে
ঘ. তোমার বড় ধরনের ক্ষতি সাধিত হবে
উত্তর: খ. তা মহান আল্লাহ তাআলা জানবেন।
৪১। ‘আল্লাহ বাসিরুন’ অর্থ কী?
ক. আল্লাহ তাআলা পরাক্রমশালী
খ. আল্লাহ তাআলা সর্বশক্তিমান
গ. আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা
ঘ. আল্লাহ তাআলা সর্বশ্রোতা
উত্তর: গ. আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা।
৪২। কার কাছে অদৃশ্য বলে কিছুই নেই?
ক. হজরত আদম (আ.)-এর খ. নবী ও রাসূলগণের
গ. আল্লাহ তাআলার কাছে ঘ. মহানবী (সা.)-এর
উত্তর: গ. আল্লাহ তাআলার কাছে
৪৩। ‘নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন।’-এ উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা খ. মহানবী (সা.)
গ. হজরত আদম (আ.) ঘ. মুমিনগণ
উত্তর: ক. আল্লাহ তাআলা।
৪৪। বন্ধুকে না জানিয়ে সেই বন্ধুর কোনো জিনিস নেবে না। কারণ— ক. এতে বাবা-মা বুঝতে পারবেন
খ. কেউ না দেখলেও মহান আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেছেন
গ. কাউকে না বলে কিছু নিলে অভিশাপ পাওয়া যায়
ঘ. এতে অভ্যাস খারাপ হয়ে যায়
উত্তর: খ. কেউ না দেখলেও মহান আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেছেন।
৪৫। রোজাদার রোজা অবস্থায় গোপনে কোনো কিছু খায় না কেন?
ক. খেলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে বলে
খ. মহান আল্লাহ তাআলা সবই দেখেন বলে
গ. এতে পেটে অসুখ হয় বলে ঘ. এতে সম্মান নষ্ট হয় বলে
উত্তর: খ. মহান আল্লাহ তাআলা সবই দেখেন বলে।
৪৬। আমরা অবশ্যই গোপনে সিগারেট বা মাদকজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকব। কারণ— ক. বাবা-মা টের পেলে দুঃখ পাবেন
খ. সবাই আমাদের পরিত্যাগ করবে
গ. আল্লাহ তাআলা সবকিছু দেখছেন
ঘ. মানুষ মন্দ বলবে
উত্তর: গ. আল্লাহ তাআলা সবকিছু দেখছেন।
৪৭। ‘আল্লাহু কাদিরুন’ অর্থ কী?
ক. আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল
খ. আল্লাহ তাআলা অতি সহনশীল
গ. আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা
ঘ. আল্লাহ তাআলা সর্বশক্তিমান
উত্তর: ঘ. আল্লাহ তাআলা সর্বশক্তিমান।
৪৮। ‘নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।’—এ আয়াতটি কোন সূরার?
ক. সূরা আলে ইমরান খ. সূরা আল-নাস
গ. সূরা আল-বাকারা ঘ. সূরা লোকমান
উত্তর: ক. সূরা আলে ইমরান।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর