Thank you for trying Sticky AMP!!

ইউএসবি-সি পোর্ট (বামে), বতর্মানে আইফোনে থাকা লাইটনিং পোর্ট

ইউএসবি-সি সুবিধার আইফোন ১৩ আনছে অ্যাপল

নতুন আইফোন ঘিরে অ্যাপলপ্রেমীদের উৎসাহ এখন চোখে পড়ার মতো। তাঁদের জন্য সুখবর দিচ্ছে অ্যাপল। মার্কিন এ প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি আগামী বছর বাজারে আনতে পারে নতুন আইফোন। বছরের শুরুতেই এর দেখা মিলতে পারে। নতুন এই আইফোন নিয়ে প্রতিষ্ঠানটির পরীক্ষার কথা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

ধারণা করা হচ্ছে, নতুন আইফোনে বেশ কিছু ফিচার যুক্ত হতে পারে। অ্যাপলের প্রযুক্তিবিষয়ক তথ্য ফাঁস করে ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন মার্ক গারম্যান। তাঁর তথ্য অনুযায়ী, নতুন আইফোনে লাইটনিং পোর্টের বদলে ইউএসবি-সি পোর্ট নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। আগামী বছরের শুরুতে এর দেখা মিলতে পারে।

সম্প্রতি অ্যাপলের তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিত পণ্য বিশ্লেষক মিং-সি কুয়োও এক টুইটে বলেছেন, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আইফোনে ইউএসবি-সি পোর্ট যুক্ত করতে পারে অ্যাপল।

গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্রে ইউএসবি-সি পোর্ট যুক্তের আইন করার প্রস্তাব ওঠে। ওই বাধ্যবাধকতা মেনেই অ্যাপল আইফোনে ইউএসবি-সি পোর্ট যুক্তের পথে হাঁটতে পারে বলে মনে করেন মার্ক গারম্যান।

বর্তমানে আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনিতে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করছে অ্যাপল।

ইউএসবি-সি পোর্ট যুক্তের পাশাপাশি অ্যাপল পোর্টবিহীন আইফোন তৈরি করছে বলেও গুঞ্জন রয়েছে। গারম্যানের পক্ষ থেকে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, অ্যাপল পোর্টবিহীন আইফোন নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষা চালিয়েছে।

অ্যাপল সাধারণত প্রযুক্তিবিশ্বের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করে না। তাই এবারও তারা ইউএসবি-সি পোর্ট সুবিধার আইফোন তৈরির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।