Thank you for trying Sticky AMP!!

উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি বাড়বে

গত বছর থেকে স্মার্টফোনের বাজার প্রথমবারের মতো কমতে দেখা গেছে। চলতি বছরেও স্মার্টফোনের বিক্রি কিছুটা কমেছে। তবে উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজার গবেষকেরা বলছেন, মোট বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৫৯ শতাংশই উন্নয়নশীল দেশগুলোর অবদান। তবে চীনের বাজার বাদ দিলে উন্নয়নশীল বাজার দাঁড়ায় ৩২ শতাংশ।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরে উন্নয়নশীল দেশগুলোয় অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা উন্নত দেশের চেয়ে দ্রুতগতির। এটা স্মার্টফোনের বাজারের জন্য ভালো।

কাউন্টারপয়েন্ট রিসার্চের মার্কেট আউটলুক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় চীন বাদে উন্নয়নশীল বাজারগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে। অন্যান্য স্মার্টফোনের বাজারের চেয়ে উন্নয়নশীল দেশে বাজারের প্রবৃদ্ধি দ্রুত হবে। যেসব স্মার্টফোন নির্মাতা বাজার বাড়াতে চাইছে, তাদের জন্য এটি দারুণ সুখবর হতে পারে বলে মন্তব্য করেছেন পাঠক।