বা ং লা ১ ম প ত্র

এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-২০

মাসুক হেলাল
মাসুক হেলাল

সৃজনশীল প্রশ্নোত্তর  যৌবনের গান
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

যুবকেরা পাগল, বারুদের মতো সহজেই যুবকপ্রাণে আগুন ধরে। তরবারি দেখে, কারাগারে ফাঁসিতে কিছুতেই তার দর্পিত প্রাণ কাবু হয় না। এদের মধ্যে স্থিরতা, বীরতা, গাম্ভীর্য, ধর্মভয়, বিনয় জ্ঞান বলতে কিছু নেই। ওরা সত্যিই পাগল। বাষ্পীয় ইঞ্জিন আবদ্ধ শক্তি বলা যায়।

প্রশ্ন:
ক. গানের পাখিকে তাড়া করে কে?
খ. কবি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন কেন?
গ. অনুচ্ছেদে ‘যৌবনের গান’ প্রবন্ধের যুবকের কোন রূপটি প্রকাশ পেয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. অনুচ্ছেদে ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে—মন্তব্যের যৌক্তিক মূল্যায়ন করো।

উত্তর: ক. বায়স ফিঙে গানের পাখিকে তাড়া করে।
উত্তর: খ. যাদের জীবনে গতি আছে, তারাই তরুণ। দুর্বার প্রাণশক্তি নিয়ে যারা এগিয়ে যায়, তারাই তরুণ। তরুণেরা তাদের তারুণ্য, শক্তি ও সাহস দিয়ে নিজেদের কাজ নিজে নির্মাণ করে।
কবি কাজী নজরুল ইসলামও চান তরুণেরা এমনি একটি গতিময় যৌবন ধর্মে দীক্ষিত কাঙ্ক্ষিত অজানাকে নিজের আয়ত্তে আনবে। সেবা দিয়ে তার চারপাশ সৌন্দর্যে ভরে তুলবে। এই ধর্ম সেই যৌবনের এবং এই বাসনা যারা কামনা করে, তারাই তরুণ। কবি এমনই কামনা করেন বিধায় তিনি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন।
উত্তর: গ. অনুচ্ছেদের যুবকদের মধ্যে ‘যৌবনের গান’ প্রবন্ধের গতিময় দিকটি প্রকাশ পেয়েছে।
যে জীবনে কোনো সততা, ভীরুতা, কুসংস্কার, পশ্চাৎপদ জীবন ভাবনা নেই, সেই জীবনই গতিময় যৌবনের প্রভায় উদ্ভাসিত। ‘যৌবনের গান’ প্রবন্ধে যৌবনের এই গতিময়তা বোঝাতে নজরুল ইসলাম বলেছেন, যার শক্তি অপরিসীম, যার উৎসাহ ক্লান্তিহীন, সাধনা যার অটল এবং মৃত্যুকে পরোয়া করে না সে-ই উদ্দীপকের যুবকেরাও গতিময় যৌবনের ধারক ও বাহক। বারুদের মতোই লুপ্তপ্রাণ জাগ্রত বাসনা তাদের। অসত্য, অন্যায়কে রুখতে তারা কারাগার-ফাঁসিকে অবজ্ঞা করে। জীবনের বাধা অতিক্রম করতে তাদের হাতের উদ্ধত তরবারি বের হয়। ভীরুতা, স্থিরতা তাদের চলার পথে স্পর্শ করতে পারে না। অযাচিত বিনয় তাদের মধ্যে নেই। ধর্মভয়, লোকভয়কে তারা তুচ্ছ মনে করেই সমাজ নির্মাণের পথে এগিয়ে যায়। এই যুবকদের বলা হয়েছে বাষ্পীয় ইঞ্জিন আবদ্ধ শক্তি। সুতরাং বলা যায়, যৌবনের গান প্রবন্ধে যে অপরাজেয় তরুণের গতিময়তা দেখানো হয়েছে, উদ্দীপকের যুবকদের মধ্যেও সেই অপ্রতিরোধ্য গতির যথাযথ রূপটি প্রকাশ পেয়েছে।
উত্তর: ঘ. অনুচ্ছেদের মধ্যে ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য অর্থাৎ তারুণ্যের দুর্বার গতিময়তা প্রকাশ পেয়েছে।
তারুণ্যের এই দুর্বার গতিময়তা মূলত অফুরান প্রাণশক্তি, অজয়কে জয় করার দৃঢ় চেতনা, জীবনের ভালো অর্জনকে বরণ করার পথে সব বাধা সহ্য করা। ‘যৌবনের গান’ প্রবন্ধে যে যুবকদের কথা বলা হয়েছে, তারা চিন্তা-চেতনায় অগ্রসর। কোনো রকম বয়সের ফ্রেমে তাদের বাঁধা যায় না। বার্ধক্যের মোড়কের মধ্যেও সেখানে নজরুল লক্ষ করেছেন মেঘলুপ্ত সূর্যের প্রদীপ্ত তেজ। আবার যুবকের অবয়বের আড়ালে বার্ধক্যের কঙ্কালসার ভাবনাও তিনি প্রত্যক্ষ করেছেন।
যৌবনের দুটি রূপ ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। এর একটি রূপ দুরন্ত এবং অপর রূপটি মাতৃস্নেহের মতোই কোমল ও মমতাময়। দুরন্ত রূপ লেখক প্রত্যক্ষ করেছেন দুর্জয়কে জয় করার সংগ্রামী অভিপ্রায়ে আর মাতৃরূপকে লেখক প্রত্যক্ষ করেছেন নিঃস্বার্থ সেবার মধ্যে।
উদ্দীপকের যৌবনের বৈশিষ্ট্যের মধ্যে যৌবনের শক্তি লুকিয়ে আছে। তাদের কর্মময় জীবনের শক্তিমত্ততা ও গতিময়তা আছে। কিন্তু তাদের জীবনে, জীবনের গতিময়তা ও বাস্তবায়ন ঘটেনি। পাশাপাশি উদ্দীপকের যুবকের যৌবনের মাতৃরূপের কোনো নমুনা প্রদর্শন করতে পারেনি। সুতরাং এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে, অনুচ্ছেদের যুবকদের অভিপ্রায় ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা