কম্পিউটারে সাধারণত কোনো লেখা কপি করলে একবারে শুধু একটি লেখা কপি করা যায়। কিন্তু কখনো কাজের খাতিরে একসঙ্গে আলাদা আলাদা একাধিক লাইন বা শব্দ কপি করার দরকার হতে পারে৷ কিন্তু এখন চাইলেই আপনি এ কাজটা করতে পারবেন৷ এ জন্য ভালো হয় ক্লিপএক্স সফটওয়্যার।
ক্লিপএক্স ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ এক হাজার ২৪টি লেখা কপি করে প্রয়োজনে সেগুলোকে আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারবেন। এ জন্য (http://bluemars.org/clipx) ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি কম্পিউটারে নামিয়ে নিয়ে ইনস্টল করুন৷ ইনস্টল হওয়ার পর উইন্ডোজের টাস্ক ম্যানেজার থেকে সফটওয়্যারটিতে ডান ক্লিক করে Configure চাপুন। General-এর Remember the last ঘরে একসঙ্গে কতগুলো লেখা কপি করতে চান, সে সংখ্যাটি লিখে OK করুন৷ এবার যে লেখাগুলো কপি করতে চান, সেগুলোকে নির্বাচন করে পর্যায়ক্রমে Ctrl + C চেপে একে একে কপি করে নিন। এবার এমএস অফিস বা লেখালেখির যেকোনো সফটওয়্যার চালু করে Ctrl + Shift + Insert চাপুন। যতগুলো লাইন বা শব্দ কপি করেছিলেন, সেটির তালিকা এখানে চলে আসবে এবং প্রয়োজনমতো সেগুলো নির্বাচন করে ব্যবহার করতে পারবেন।