Thank you for trying Sticky AMP!!

এক হলো গো যায়ান ও ট্রাভেল বুকিং বাংলাদেশ

গো যায়ান ও ট্রাভেল বুকিং বাংলাদেশ একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে। ছবি: সংগৃহীত

দুই অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান গো যায়ান ও ট্রাভেল বুকিং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে। একীভূত হওয়ার পর প্রতিষ্ঠানটি ‘গো যায়ান’ নামে পরিচালিত হবে। গো যায়ানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গো যায়ানের প্রতিষ্ঠাতা রিদওয়ান হাফিজ বলেন, ‘ট্রাভেল বুকিং বাংলাদেশের সঙ্গে এক হতে পেরে আমরা আনন্দিত। এ পদক্ষেপ গো যায়ানকে সামনে এগিয়ে নেবে। অনলাইনে ভ্রমণ সেবা দেওয়ার লক্ষ্যে ২০১৭ সালের আগস্ট মাসে গো যায়ান যাত্রা শুরু করে। অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে লোকাল কারেন্সি কার্ড ও মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে অর্থ গ্রহণ করে। ট্রাভেল বুকিং বাংলাদেশ ২০১৪ সালে প্রতিষ্ঠিত ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম, যা গ্রুপভিত্তিক ভ্রমণ সেবা দেয়।’

ট্রাভেল বুকিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান বলেন, ‘গ্রাহকদের ভালো অভিজ্ঞতা দিতে প্রযুক্তি খাতে বিশেষভাবে বিনিয়োগ করা হচ্ছে। এতে ভ্রমণকারীরা অফলাইন থেকে অনলাইনে ট্রাভেল বুকিং করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’

গো যায়ানের এক হওয়া ও প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে কাজ করছে ডাটা বার্ড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। দেশে ইন্টারনেট ইকোসিস্টেম তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।