Thank you for trying Sticky AMP!!

এম-বিলিয়নথ পুরস্কার পেল স্বস্তি ও এমপাওয়ার

বাংলাদেশের মোবাইল ক্রেডিট কার্ড স্বস্তি এবং এমপাওয়ারের ফার্মার কোয়েরি সিস্টেম ভারতভিত্তিক এম-বিলিয়নথ পুরস্কার ২০১৪ পেয়েছে।গত মাসে ভারতের রাজধানী দিল্লিতে মোবাইল বিজনেস অ্যান্ড কমার্স/ব্যাংকিং বিভাগে স্বস্তি লিমিটেড ও এম–এগ্রিকালচার ও ইকোরজি বিভাগে এমপাওয়ারের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
চাকরির ওয়েব পোর্টাল বিডিজবস ডট কমের অঙ্গপ্রতিষ্ঠান স্বস্তি ২০১৩ সালে চালু হয়। মূলত বাংলাদেশের সুবিধাবঞ্চিত আর নিম্নবিত্ত জনগোষ্ঠীর আপৎকালীন জরুরি ঋণসহায়তা প্রদানের একটি সেবা ‘স্বস্তি’। বর্তমানে এ প্রকল্পটি ঢাকা শহরের বেশ কিছু স্থানে পরিচালিত হচ্ছে।
ফার্মার কোয়েরি সিস্টেম মোবাইলভিত্তিক একটি কৃষি তথ্য সেবা।এর মাধ্যমে কৃষকেরা কৃষি–বিষয়ক কোনো সমস্যার সমাধান মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞদের কাছ থেকে পেতে পারেন। —বিজ্ঞপ্তি