ইংরেজি ১ম পত্র

কমপ্রিহেনশন বুঝে উত্তর দাও, ভালো নম্বরপাবেই

সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়মকানুন নিয়ে আলোচনা করা হলো।

Ques. No. 1 (Multiple choice question): প্রদত্ত seen comprehension-এর ওপর ভিত্তি করে এই অংশে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ৪টি বিকল্প উত্তর থাকবে, যার মধ্যে থেকে সবচেয়ে সঠিক উত্তরটি লিখতে হবে।

Ques. No. 2 (True/False): ভুল বা শুদ্ধতা যাচাই করার জন্য প্রদত্ত seen comprehension এর তথ্যসংশ্লিষ্ট ৫টি statement দেওয়া থাকবে। Statement-গুলো সত্য না মিথ্যা মূলত তা নির্ণয় করাই হবে মূল কাজ। প্রদত্ত statementটি সত্য হলে True লিখতে হবে এবং মিথ্যা হলে প্রথমে False লিখবে এবং তার নিচে correct answer লিখে ডান পাশে সঠিক উত্তরটি লিখবে।

Ques No. 3 : প্রদত্ত seen comprehension-এর তথ্যসংশ্লিষ্ট ১০টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। শূন্যস্থান পূরণ করার জন্য একটি বক্সে সাধারণত কয়েকটি শব্দ বেশি দেওয়া থাকবে। প্রদত্ত বক্স থেকে সঠিক শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করতে হবে। Passageটি উত্তরপত্রে লিখতে হবে না; শুধু a, b, c, d, ….j. শিরোনামে সঠিক উত্তর লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে।

Ques. No. 4 (Passage based writing): প্রদত্ত seen comprehension-টির তথ্যের ওপর ভিত্তি করে এ প্রশ্নে একটি paragraph লিখতে হবে। যে শব্দগুলো সংকেত হিসেবে দেওয়া থাকে সেগুলোর নিচে দাগ দেওয়া বাঞ্ছনীয়। Paragraphটি লেখার আগে প্রদত্ত seen comprehension-টি আবারও মনোযোগসহকারে পড়তে হবে। একটি সুন্দর title (শিরোনাম) দিয়ে paragraphটি লিখলে ভালো হয়।

Ques. No. 5 (Question-Answer): প্রদত্ত seen comprehension-টির তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ ৫টি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো উত্তর প্রদানের সময় প্রশ্নগুলোর grammar ঠিক রেখে সঠিক উত্তরটি লিখতে হবে। এ প্রশ্নের উত্তর যথাযথ হতে হবে এবং উত্তরের মধ্যে নিজস্বতা থাকতে হবে।

Ques. No. 6 (Fill in the blanks without clues): প্রদত্ত seen comprehension-এর তথ্য সংশ্লিষ্ট ১০টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। Passageটি উত্তরপত্রে লিখতে হবে না; শুধু শুধু a, b, c, d, ….j. শিরোনামে সঠিক উত্তর লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে।

Ques. No. 7 (Situational writing): প্রদত্ত seen comprehension-এর তথ্যের ওপর ভিত্তি করে একটি কল্পিত পরিস্থিতি থাকে। প্রদত্ত তথ্যের ওপর ভিত্তি করে নিজস্বতা বজায় রেখে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এ প্রশ্নের উত্তরের একটি title (শিরোনাম) দিলে ভালো হবে। এ প্রশ্নের উত্তরে ৭০ থেকে ৮০ শব্দের ভেতর একটি অনুচ্ছেদ লেখাই শ্রেয়।

Ques. No. 8 (Writing main ideas): এ প্রশ্নে প্রদত্ত seen comprehension-এ উল্লেখিত প্রধান ideaগুলো উপস্থাপন করতে হবে। এ প্রশ্নের উত্তরে নিজস্বতার স্বাক্ষর থাকা প্রয়োজন। তবে ৫টি বাক্যের মাধ্যমে main ideaগুলো যেন প্রকাশ পায় সে বিষয়েও গুরুত্ব আরোপ করতে হবে।

Ques. No. 9 (Cloze test with clues): এই প্রশ্নে ১০টি শূন্যস্থান সংবলিত একটি passage দেওয়া থাকবে। শূন্যস্থান পূরণ করার জন্য একটি বক্সে সাধারণত কয়েকটি শব্দ বেশি থাকবে। প্রদত্ত বক্স থেকে সঠিক শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করতে হবে। Passageটি উত্তরপত্রে লিখবে না; শুধু a, b, c, d, .j. শিরোনামে সঠিক উত্তর লিখলেই পূর্ণ নম্বর পাবে।

Ques. No. 10 (Cloze test without clues): এই প্রশ্নে ১০টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। শূন্যস্থান পূরণ করার জন্য এ প্রশ্নে কোন clue দেওয়া থাকবে না। Passage টি উত্তরপত্রে লিখবে না; শুধু a, b, c, d, ….j. শিরোনামে সঠিক উত্তর লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে।

যেমন: A flower is the best (a) — of nature. It is a symbol of (b) — and beauty. It (c) — us pleasure.

Ans: (a) gift; (b) purity; (c) gives.

Ques. No. 11 (Substitution table): এই প্রশ্নে তিন column-এর একটি substitution table থাকে। Tableটি থেকে অর্থপূর্ণ ১০টি বাক্য তৈরি করতে হবে। বাক্যগুলো ধারাবাহিক হলে খুবই ভালো হয়।

Ques. No. 12 (Reordering sentences): এই প্রশ্নে কোনো ঘটনা বা বিখ্যাত ব্যক্তির জীবনী বা গল্প সম্পর্কে ১০টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। এ প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে অবশ্যই বক্স করে বাক্যের ক্রমিক নম্বরগুলো লিখবে। এলোমেলো বাক্য ১০টি কে ধারাবাহিকভাবে সাজাতে হবে, যাতে paragraphটি একটি গল্পের রূপ লাভ কারে।

Ques. No. 13 (Paragraph writing): প্রশ্নপত্রের এ পর্যায়ে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর এমনভাবে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে যাতে সহজেই একটি paragraph লিখতে পারো। উত্তর প্রদানের সময় সতর্ক থাকবে যেন কোনোভাবেই paragraph-এর title (শিরোনাম) দিতে ভুলে না যাও। Paragraph-টি অবশ্যই এক প্যারায় লিখবে।

Ques. No. 14 (Letter/Composition writing): প্রশ্নপত্রের সর্বশেষ প্রশ্নটিতে একটি ব্যক্তিগত পর্যায়ের letter থাকবে এবং কিছু সংকেত দেওয়া থাকবে। এ প্রশ্নে ‘অথবা’ হিসেবে একটি composition থাকবে। letter অথবা composition-এর যেকোনো একটির উত্তর প্রদান করবে।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা