Thank you for trying Sticky AMP!!

গুগল-চমক

>

কী চমক দেবে গুগল? বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের চোখ ছিল এবারের গুগলের বার্ষিক সম্মেলন ঘিরে। হতাশ করেনি গুগল কর্তৃপক্ষ। নতুন স্মার্টফোন থেকে নতুন প্রজন্মের ভার্চ্যুয়াল সহকারী—গুগল আইও সম্মেলনের মূল বক্তৃতায় টানা দুই ঘণ্টা ধরে নতুন ঘোষণা কম আসেনি।

প্রতিষ্ঠানটি গত বছরজুড়ে যেসব প্রকল্পে কাজ করেছে, তা-ই তুলে ধরা হয়েছে বার্ষিক এই সফটওয়্যার নির্মাতাদের সম্মেলনে। ৭ মে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। ছবিতে দেখে নিন এবারের গুগলের আইও সম্মেলন:

এবারের সম্মেলন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। আগেই গুঞ্জন ছিল নতুন স্মার্টফোন আনবে গুগল। আনবে ভাঁজ করা ফোন। মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মঞ্চের সামনে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করে কোন বোকা? ছবি: এএফপি
গুগলের মূল সম্মেলন শুরুর আগে উৎফুল্ল দর্শকেরা। ক্যালিফোর্নিয়ার মাউন্টেনভিউ অ্যাম্ফিথিয়েটারে নতুন পণ্য ও ঘোষণা দেওয়ার আগে চমকের প্রত্যাশা করছিলেন অনেকেই। ছবি: এএফপি
এখনকার যুগে স্মার্টফোন হাতে থাকলে সেলফি তোলা চাই-ই চাই। গুগলের বার্ষিক সম্মেলনে নতুন স্মার্টফোন ঘোষণার অনুষ্ঠানে তাই সেলফি স্টিক তো মামুলি। ছবি: এএফপি
গুগলের মূল মঞ্চে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এসে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঘোষণা করেন গুগলের ভবিষ্যৎ প্রযুক্তিপণ্যগুলোর। ছবি: এএফপি
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন আইওতে বেশ কিছু নতুন পণ্য ও সেবার ঘোষণা দেয় গুগল। এর মধ্যে পিক্সেল ৩এ ফোন, অ্যান্ড্রয়েড কিউ সফটওয়্যার, এর ডুপ্লেক্স ও অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার, এআর ও লেন্স রয়েছে। ছবি: এএফপি
গুগল আইও হলো গুগলের বার্ষিক প্রযুক্তি সম্মেলন। কিন্তু গুগলের আধিপত্যের দাপটে এটি অলিখিতভাবে এখন পৃথিবীর সবচেয়ে অভিজাত প্রযুক্তি সম্মেলন হিসেবে পরিচিত। নতুন যেসব সেবা ও ফিচার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আসবে, সে সম্পর্কে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে। ছবি: এএফপি
গুগলের ভাইস প্রেসিডেন্ট, ক্যামেরা ও অগমেন্টেড রিয়্যালিটি (এআর) বিভাগের ব্যবস্থাপক অপর্ণা চেন্নাপ্রজ্ঞদা এবারের সম্মেলনে বিশেষ উপস্থাপনা নিয়ে হাজির হন। ছবি: এএফপি
গুগলের ডিভাইস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টেরলোহ এবারের সম্মেলনে নতুন নেস্ট হাব ম্যাক্সের ঘোষণা দেন। গুগল হোম হাবের ব্র্যান্ড নাম বদলে ‘নেস্ট হাব’ করা হয়েছে। নেস্ট হাবের ৭ ইঞ্চির তুলনায় নেস্ট হাব ম্যাক্সে থাকছে ১০ ইঞ্চি ডিসপ্লে। দাম রাখা হয়েছে ২৯৯ ডলার। ছবি: এএফপি
গুগলের নতুন পণ্যগুলো একঝলক দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি এক দর্শক। গুগলের নতুন পণ্যগুলো আগেভাগে ক্যামেরাবন্দী করে তুলতে চান তিনি। ছবি: এএফপি