Thank you for trying Sticky AMP!!

গুগল ম্যাপসে যানজটের তথ্য

গন্তব্যে যাওয়ার আগে কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে তা জানা থাকলে বেশ সুবিধা হয়। গুগল ম্যাপের মাধ্যমে সহজেই বিভিন্ন রাস্তার ট্রাফিক জ্যামের তথ্য জানা যায়। এ জন্য আপনার মুঠোফোনে গুগল ম্যাপস চালু করে নির্দিষ্ট এলাকার নাম লিখে সার্চ করতে হবে। সার্চ ফলাফল দেখা গেলে ম্যাপের ডান দিকের Layers (বর্গক্ষেত্রের ওপর আরেক বর্গক্ষেত্র) আইকনে ট্যাপ করতে হবে। এবার লাইভ ট্রাফিকের তথ্য জানার জন্য Traffic আইকনে ক্লিক করে পপআপ মেনু কেটে দিতে হবে।

গুগল ম্যাপস

গুগল ম্যাপসে ট্রাফিক জ্যামের ধরন বোঝানোর জন্য রাস্তার ওপর বিভিন্ন রঙের লাইন দেওয়া থাকে। ম্যাপে সবুজ লাইন দেখা গেলে বুঝতে হবে রাস্তা খালি আছে। কমলা রং থাকলে মাঝারি এবং লাল রং থাকলে রাস্তায় ট্রাফিক জ্যাম বেশি বুঝতে হবে। মুঠোফোনের পাশাপাশি কম্পিউটারেও একইভাবে গুগল ম্যাপস কাজে লাগিয়ে ট্রাফিক জ্যামের তথ্য জানা যাবে।