Thank you for trying Sticky AMP!!

ঘরে বসেই বাড়তি আয় করতে পারেন গৃহিণীরা: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসেই আয় করতে পারেন গৃহিণীরা। তাঁরা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারেন। দেশে সব বাড়িতেই শিক্ষিত তরুণী কিংবা শিক্ষিত গৃহিণী রয়েছেন। অনেকেই উচ্চশিক্ষিত। যাঁরা ঘরের কাজের পাশাপাশি বাড়তি সময় পান, তাঁদের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে বাড়তি উপার্জন সম্ভব।


সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের সভাকক্ষে টু আওয়ার জব, ওমেন অ্যান্ড ই–কমার্স ফোরাম এবং বাংলাদেশ আইপি ফোরামের যৌথ উদ্যোগে ‘কিক স্টার্ট বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, ঘরে বসেই পণ্য উৎপাদন করে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে গৃহিণীরা কর্মজীবী হিসেবে গড়ে তুলতে কিক স্টার্টের ধারণা নিয়ে কাজ করছেন। উদ্যোক্তারা স্টার্টআপ হিসেবে নিজেদের তৈরি করছেন। তাঁরা চাকরি না খুঁজে নিজেরাই চাকরি দিচ্ছেন। ডিজিটাল সেবা গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা হামিদুল মিসবাহ, আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসাইন, শার্পনারের সিইও নজর ই জিলানী, টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার উপস্থিত ছিলেন।