পাঠকের মতামত: কে দেবে ভালোবাসার প্রস্তাব?

ছেলে নাকি মেয়ে

কে দেবে ভালোবাসার প্রস্তাব?
কে দেবে ভালোবাসার প্রস্তাব?

মেয়েপক্ষ বিয়ের প্রস্তাব দিতে পারে
আমার কাছে ভালোবাসা জিনিসটা আত্মার সঙ্গে সম্পর্কিত একটি ব্যাপার৷ তাই চক্ষুলজ্জার বশবর্তী হয়ে কখনো আত্মার মৃত্যু হতে দেওয়া যায় না৷ একটি ছেলের যেমন একটি মেয়েকে ভালো লাগতে পারে, তেমনি একটি মেয়ের কাছেও একটি ছেলেকে ভালো লাগতে পারে—এটাই স্বাভাবিক৷ তাই এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব না করে মেয়েটির উচিত ছেলেটিকে তাঁর ভালোবাসার কথা বলে দেওয়া৷ ছেলেকেই আগে বলতে হবে আর মেয়ে হলে আগে বলা যাবে না, এমন দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে৷ একইভাবে বিয়ের ব্যাপারেও এগিয়ে আসতে পারে মেয়েপক্ষ৷ তবে সরাসরি প্রস্তাব নিয়ে যাওয়াটা আমাদের দেশের চলমান সংস্কৃতিতে খুব একটা দৃষ্টিনন্দিত নাও লাগতে পারে৷ এ ক্ষেত্রে মেয়েপক্ষ তাদের আগ্রহের কথা ছেলেপক্ষকে অনানুষ্ঠানিকভাবে জানাতে পারে৷ আর আমাদের দেশে এখন এটা প্রায় ক্ষেত্রেই হচ্ছে৷ তবে ছেলেপক্ষের মেয়ে দেখতে আসার মধ্যে এখনো অনেক সংস্কার দরকার আছে৷
ফজলে রাব্বি
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা


ভালোবাসার কথা বলতে না পারাই ব্যর্থতা

মনের অজান্তে ভালোবাসা জন্ম নিতে পারে৷ আর সেই ভালোবাসার কথা যদি একজন ছেলের বদলে একজন মেয়ে প্রকাশ করেন, তাহলেই যেন সর্বনাশ৷ মেয়েটি হয়ে যান নির্লজ্জ৷ এতে মেয়েটির মনের কথাগুলো হারিয়ে যায় সমাজের বেড়াজালে৷ ক্ষতিগ্রস্ত হন মেয়েটি ও তাঁর পরিবার৷ কিন্তু এই শৃঙ্খলার ঝড় কোনো পুরুষের বেলায় ওঠে না৷ আমি শুধু সমাজের মানুষকে বোঝাতে চাই, প্রত্যেক মেয়ের যেমন ভালোবাসার অধিকার আছে, তেমনি ভালোবাসা প্রকাশ করার অধিকারও আছে৷ নিজের মনের কথাগুলো বলে ফেলা কোনো নির্লজ্জতা নয়; বরং কাউকে ভালোবেসে বলতে না পারাটাই জীবনের ব্যর্থতা৷
সমিতা মল্লিক
সাতক্ষীরা


ছেলেরা আগে বললে সমস্যা কোথায়

আমি যে মেয়েকে ভালোবেসেছিলাম, ছাত্রাবস্থাতে তাঁকেই বিয়ে করি৷ ভালোবাসা বা বিয়ের প্রস্তাব-দুটোই আমার পক্ষ থেকে দিয়েছিলাম৷ আমি মনে করি, তা-ই হওয়া উচিত৷ ছেলেরা আগে বললে সমস্যা কোথায়৷ একজন মেয়ের পক্ষে অনেক সময় কিছু করার থাকে না৷ মেয়েরা এখনো সাহসী নন৷ তবে এটিও ঠিক, প্রস্তাব যে পক্ষ থেকেই আসুক না কেন, তা ভালোবাসার অনুভূতি দিয়ে বিবেচনা করতে হবে৷ এ বিষয়ে নিজের বোধটাই বেিশ দরকার৷ আমি যেহেতু এগুলো আগে থেকেই জানতাম, তাই আমার স্ত্রীর পক্ষ থেকে কিছুর জন্য আশা করিনি৷ ভালোবাসার প্রস্তাব, বিয়ের প্রস্তাব-সব আমিই দিয়েছি৷ তিনিও খুশি মনে আমার প্রস্তাবে রাজি হয়েছেন৷ আমরা এখন ভালো চাকরি করি৷ ব্যক্তিজীবনেও সুখী দম্পতি৷
রিয়েল আবদুল্লাহ, ময়মনসিংহ


ভ্রান্ত ও রক্ষণশীল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে

ছেলে ও মেয়ের পরস্পর পরস্পরকে ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়৷ এ ক্ষেত্রে পরস্পরের মধ্যে বোঝাপড়াটাই মুখ্য৷ আর প্রকৃত ভালোবাসায় লাভ-ক্ষতির কোনো স্থান নেই৷ এখানে কে হারল বা কে জিতল, সেটা বড় কথা নয়৷ ভালোবাসার সবচেয়ে বড় শর্ত হলো ত্যাগ৷ আর ভালোবাসার প্রস্তাবের মাধ্যমে মূলত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে৷ কেননা, মনে মনে একজনকে ভালো লাগতেই পারে৷ এ ক্ষেত্রে প্রস্তাব প্রথমে কে দেবে? ছেলে, না মেয়ে? আমি মনে করি, সেটা একটা গৌণ ব্যাপার৷ প্রস্তাবের ক্ষেত্রে এটা ছেলে অথবা মেয়ে দুপক্ষই করতে পারে৷ আমাদের সমাজে মনে করা হয়, ভালোবাসার ক্ষেত্রে কেবল ছেলেরাই প্রথমে প্রস্তাব দেবে৷ কিন্তু আমি মনে করি, এ ধারণা পুরোই ভিত্তিহীন৷ সত্যিকার অর্থে এত ভেবেচিন্তে ভালোবাসা হয় না৷ কেননা, ভালোবাসায় হার-জিতের বিষয়িট তুচ্ছ৷ যদি কেউ মনে করে, একিট মেয়ে প্রথমে প্রস্তাব করলে তার সম্মানহানি হয়, এটা ঠিক নয়৷ একটা মেয়ে যদি প্রথমে একটা ছেলেকে প্রস্তাব করে, সেটা কোনো নির্লজ্জতা নয়, বরং সৎ সাহসিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ৷ এই ভ্রান্ত ও রক্ষণশীল ধারণা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নিজেদের মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে৷
মো. মিরাজ হোসেন
লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


ঐতিহ্য মানা ভালো

ভালোবাসার প্রস্তাব ছেলে বা মেয়ে যে কেউ দিতে পারে৷ ছেলেকেই ভালোবাসার প্রস্তাব আগে দিতে হবে, এই ভাবনা এখন পুরনো৷ আমরা সব সময় বলে থাকি, নারী-পুরুষ সম-অধিকার বা বর্তমান সময়ের মেয়েরাও সাফল্যের দিক থেকে পিছিয়ে নেই৷ তাই ভালোবাসার জন্য কেন ছেলের প্রস্তাবের জন্য অপেক্ষা করতে হবে? এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে৷ ভালোবাসা যেকোনো মানুষের জন্য অনেক সুন্দর অধ্যায়, তাহলে কেন একটা মেয়ে ভালোবাসার কথা আগে বলতে পারবেন না? তাই আমি বলতে চাই, ছেলে বা মেয়ে যে কেউই আগে ভালোবাসার প্রস্তাব দিতে পারে৷ বিয়ের প্রস্তাবের কথা হলো, ভালোবাসা দুটো মানুষের মধ্যে হয়, কিন্তু বিয়েতে দুটো পরিবার জড়িত হয়ে যায়৷ আমাদের দেশের ঐতিহ্য হলো, ছেলের বাড়ি থেকে আগে বিয়ের প্রস্তাব আসা৷ এই ঐতিহ্যকে আমরা এখনো বজায় রেখেছি৷ এটি মানা ভালো৷
নাঈমা নাসরিন