Thank you for trying Sticky AMP!!

ডলফিনের চোখে পৃথিবী

ডলফিন

জলজ প্রাণী হলেও ডলফিন এই পৃথিবীকে অনেকটা স্থলচর মানুষের মতো করেই দেখে থাকে। এক নতুন গবেষণার ভিত্তিতে জাপানের একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। সায়েন্টিফিক রিপোর্টসর্ সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মানুষের পাশাপাশি ডলফিন ও অন্য কয়েকটি স্তন্যপায়ী প্রাণী কীভাবে পৃথিবীকে উপলব্ধি করে, তা নিয়ে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীরা তুলনামূলক গবেষণা চালান। তাঁরা দ্বিমাত্রিক জ্যামিতিক নকশা সমন্বিত কিছু কাজ ওই প্রাণীদের দেন। এতে দেখার মাধ্যমে সাদৃশ্য বাছাইয়ের ব্যাপারটি অন্তর্ভুক্ত ছিল। ওই পরীক্ষায় দেখা যায়, ভিন্ন ভিন্ন পরিবেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও পৃথিবীর প্রতি ডলফিনের অনুভূতির সঙ্গে মানুষের অনুভূতি মৌলিক কিছু ক্ষেত্রে অদ্ভুতভাবে মিলে যায়। তবে অন্য প্রাণীদের তুলনায় ডলফিনের দৃষ্টির তীক্ষতা উল্লেখযোগ্য পরিমাণে কম। টেলিগ্রাফ।