Thank you for trying Sticky AMP!!

দেশের বাজারে পোকোফোন এফ১

‘পোকোফোন এফ১’

চীনা মোবাইল ফোন নির্মাতা শাওমি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে পোকোফোন এফ১ বিক্রি শুরু করেছে। পোকো শাওমির সাব ব্র্যান্ড। শাওমির দাবি, পোকোফোন এফ১ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দেবে। সাশ্রয়ী দামের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সুবিধা দেবে এটি। এতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮৪৫, লিকুইডকুল প্রযুক্তির কুলিং সিস্টেম ও ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ১১ নভেম্বর থেকে ফোনটি দারাজ ডটকমে পাওয়া যাবে। এর দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। 

শাওমি ইন্ডিয়ার ওভারসিজ এক্সপানশন বিভাগের কর্মকর্তা সাংকেত আগারওয়াল বলেন, পোকো নিয়ে শাওমি বড় স্বপ্ন দেখছে। শাওমির ভেতর থেকে পোকোফোনের যাত্রা শুরু হলেও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে তাদের স্বাধীনতা আছে। এ জন্য আমরা নতুন একটি স্মার্টফোন উদ্ভাবন করেছি। ‘মাস্টার অব স্পিড’ হিসেবে পরিচিতি পেয়েছে এটি। শাওমির লক্ষ্য—সবার কাছে আকর্ষণীয় স্মার্টফোন পৌঁছে দেওয়া। ফোনটির ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম সংস্করণটির দাম হবে ২৯ হাজার ৯৯৯ টাকা।