ইংরেজি ১ম পত্র

নম্বর ১০০, উত্তর দিতে হবে ১৩টি প্রশ্নের

প্রিয় জেএসসি পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। ইংরেজি ১ম পত্রের উত্তর লেখার নিয়মকানুন সম্পর্কে জেনে নাও।

n Seen passage  (পাঠ্য বই থেকে) : প্রশ্ন নম্বর ১, ২ ও ৩-এর জন্য একটি seen passage দেওয়া হবে। ওই প্যাসেজ থেকে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য তিন ধরনের প্রশ্ন আসবে। যেমন— i. multiple choice (vocabulary-based),

ii. answering questions, iii. summarizing.

প্রশ্ন নং-১: প্রদত্ত প্যাসেজ-এর ভিত্তি করে শিক্ষার্থীদের ভোকাবুলারি দক্ষতা যাচাই করার জন্য এই অংশে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ৪টি করে সম্ভাব্য বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বাছাই করতে হবে। উত্তরপত্রে সঠিক উত্তরটি লিখতে হবে।

প্রশ্ন নং-২: Answering question-এই প্রশ্নটি শিক্ষার্থীদের অনুধাবন ক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে দেওয়া হবে। প্রদত্ত passageটি থেকে ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। উত্তর যথাযথভাবে লিখবে। এতে অবশ্যই নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে। প্যাসেজে বা প্রদত্ত টেক্সট থেকে অবিকল কোনো বাক্য লিখবে না।

প্রশ্ন নং-৩: এ ক্ষেত্রে seen comprehension-এর জন্য প্রদত্ত প্যাসেজটি ভালোভাবে অনুধাবন করে এর summary নিজের ভাষায় লিখতে হবে। summary লেখার নিয়মসমূহ জেনে নাও—১. প্রদত্ত প্যাসেজটির বিষয়বস্তু বুঝতে চেষ্টা করবে।

২. বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত বাক্যগুলো দ্রুত চিহ্নিত করবে।

৩. বাক্যগুলোর অপ্রয়োজনীয় শব্দ বা শব্দগুচ্ছ বাদ দিতে হবে।

৪. যৌগিক বা জটিল বাক্যকে সরল বাক্যে পরিণত করতে হবে।

৫. প্যাসেজ-এর বাইরের তথ্য প্রদান করা যাবে না।

৬. প্যাসেজে ব্যবহূত শব্দসমূহ ব্যবহার না করলেই ভালো।

n Unseen passage (পাঠ্য বইয়ের বাইরে থেকে): প্রশ্ন নং-4 ও 5-এর জন্য একটি আনসিন প্যাসেজ থাকবে। ওই প্যাসেজ থেকে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য দুই ধরনের প্রশ্ন থাকবে। যথা—(i) information transfer ও (ii) True/False.

প্রশ্ন নং-৪: প্রদত্ত প্যাসেজ থেকে ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের তথ্য উপস্থাপন করতে হবে। এখানে একটি substitution table থাকবে। Table-এ পাঁচটি শূন্যস্থান থাকবে। শূন্যস্থানগুলো যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রতিটি শূন্যস্থান-এর জন্য ১ নম্বর করে ৫টি শূন্যস্থান-এর জন্য মোট ৫ নম্বর থাকবে।

প্রশ্ন নং-৫: True/False : প্রদত্ত প্যাসেজের এর তথ্যসংশ্লিষ্ট ৫টি বাক্য থাকবে। বাক্যগুলো ‘সত্য’ না ‘মিথ্যা’ তা শিক্ষার্থীদের নির্ণয় করতে হবে। সত্য হলে true লিখবে। আর মিথ্যা হলে false লিখে সঠিক উত্তরটি প্রদান করতে হবে।

প্রশ্ন নং-৬: Cloze test without clues : এ প্রশ্নে ৫টি শূন্যস্থানসংবলিত একটি প্যারাগ্রাফ থাকবে। এ প্রশ্নে শূন্যস্থান পূরণের জন্য কোন clue দেওয়া থাকবে না। উত্তরপত্রে শুধু শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক উত্তরের শব্দগুলো লিখলেই চলবে।

প্রশ্ন নং-৭: Rearrangement of sentences : এ প্রশ্নে ১০টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। সেগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে।

প্রশ্ন নং-৮: Cloze test with clues : এ প্রশ্নে ১০টি শূন্যস্থানসংবলিত একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে। এর ওপরে বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো দ্বারা শূন্যস্থানসমূহ পূরণ করতে হবে। তোমাদের শুধু উত্তর লিখলেই চলবে।

প্রশ্ন নং-৯: Matching sentences : এ প্রশ্নে দুটি কলাম থাকে। উভয় কলাম থেকে বাক্যাংশ নিয়ে তোমাদের ৫টি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে।

প্রশ্ন নং-১০: Dialogue : এ প্রশ্নে দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ১টি ডায়লগ লিখতে বলা হবে।

প্রশ্ন নং-১১: Writing paragraph answering questions : এখানে প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে ১টি প্যারাগ্রাফ লিখতে বলা হবে।

প্রশ্ন নং-১২: Completing story : এখানে একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। সূচনা অংশটি পড়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে গল্পটি সম্পূর্ণ করতে হবে।

প্রশ্ন নং-১৩: Informal letter : এখানে ব্যক্তিগত পর্যায়ে letter লিখতে হবে। সহজ ও সাবলীল ভাষায় লিখতে হবে।

ss=Lc om���X��'text-align:justify;tab-stops:center 3.0in right 6.0in'>9. Writing formal letter/ e-mail: C           o         mposition অংশ থেকে একটি formal letter বা e-mail থাকবে। E-mail লেখার সময় প্রেরক ও প্রাপকের e-mail address লিখতে হবে এবং অবশ্যই formal language (Would it be possible to send me...?/ I would be grateful if you could send me.../ I would really appreciate your help ইত্যাদি) ব্যবহার করবে। মনে রাখবে, এ অংশে কোনো বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে না। Formal letter-এর ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে চলবে।

10. Writing short composition:                 এ অংশে শিক্ষার্থীদের নিজের সম্পর্কে বা কোনো বিষয়, বস্তু, স্থান বা ঘটনা সম্পর্কে একটি ছোট composition লিখতে হবে। এ বছর বিকল্প প্রশ্ন থাকবে না। তাই এ অংশের জন্য ভালো করে প্রস্তুতি নেবে।

 
শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা