Thank you for trying Sticky AMP!!

নিজস্ব অপারেটিং সিস্টেমে হুয়াওয়ের প্রথম ডিভাইস

হুয়াওয়ে ওয়াচ জিটি ২

জার্মানির মিউনিখে ১৯ সেপ্টেম্বর ‘মেট ৩০’ নামের নতুন স্মার্টফোন উদ্বোধন করবে হুয়াওয়ে। গত বছরের অক্টোবরে বাজারে আনা মেট ২০ সিরিজের পরবর্তী সংস্করণ হবে নতুন এ স্মার্টফোনটি। নতুন এ স্মার্টফোনে গুগলের অ্যাপ সুবিধা থাকবে কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে ‘মেট ৩০’ স্মার্টফোনের সঙ্গে ওই অনুষ্ঠানে নতুন পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্টওয়াচ আনতে হুয়াওয়ে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট উইনফিউচারের তথ্য অনুযায়ী, হুয়াওয়ের নতুন স্মার্টওয়াচের নাম হবে ‘হুয়াওয়ে ওয়াচ জিটি ২ ’। নতুন এ স্মার্টওয়াচটি হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেমে চলবে।

হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইস হবে ‘হুয়াওয়ে ওয়াচ জিটি ২ ’। নতুন এ স্মার্টওয়াচে আরও কমপ্যাক্ট ডিজাইন, পাতলা ডায়ালার ব্যবহৃত হবে। এতে ৪৪৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে। এতে মাইক্রোফোন ও স্পিকার যুক্ত থাকবে। ব্লুটুথ ও জিপিএস সংযোগের এ ডিভাইসটি স্পোর্টস ও ক্ল্যাসিক সংস্করণে পাওয়া যাবে।

সম্প্রতি হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনির ঘোষণা দিয়েছে।