Thank you for trying Sticky AMP!!

পিওএস সেবা নিয়ে এল কোড ফিনিক্স

পিওএস সেবা। ছবি: কোড ফিনিক্সের সৌজন্যে

প্রযুক্তি প্রতিষ্ঠান কোড ফিনিক্স এনেছে নতুন পয়েন্ট অব সেলস (পিওএস) সফটওয়্যার সেবা, যা ক্ষুদ্র ব্যবসার হিসাব-নিকাশ সহজে করা যাবে। স্মার্টফোন ও কম্পিউটারের মাধ্যমে অনলাইনে অথবা অফলাইনে হিসাব পর্যবেক্ষণ করার সুবিধা রয়েছে কোড ফিনিক্স পিওএসে।

কোড ফিনিক্সের প্রধান নির্বাহী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, অনেকে প্রতিষ্ঠানের হিসাব আগের পদ্ধতিতে রাখতে গিয়ে ঝামেলায় পড়েন। তাই এখন সহজে হিসাব রাখার জন্য কোড ফিনিক্স পিওএস সফটওয়্যার কাজে লাগবে। বাণিজ্যিক প্রয়োগের ক্ষেত্রে বেশির ভাগ সফটওয়্যারই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রতারণা রোধ করতে সক্ষম হয় না। এতে প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ে।

কোড ফিনিক্সের সফটওয়্যারে ডুয়েল এন্ট্রি এবং ফর্জ এন্ট্রি নিরূপণে সক্ষম ও সিকিউর পদ্ধতি রয়েছে। এতে নির্ভুল হিসাবের পাশাপাশি নিরাপদে বিভিন্ন তথ্য জানা যাবে। কোড ফিনিক্স সাইট www.codefinix.com/pos.html থেকে বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি