Thank you for trying Sticky AMP!!

প্যারিসে জাপানি ব্যবসায়ীর দামি ঘড়ি ছিনতাই

বিলাসবহুল সুইস ঘড়ি। ছবি: রিচার্ড মিলির সৌজন্যে

ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্প্রতি জাপানি এক ব্যবসায়ীর দামি হাতঘড়ি ছিনতাই হয়েছে। ঘড়িটির দাম ৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি সাড়ে ৭৮ লাখ টাকা।

পুলিশের ভাষ্য, গত সোমবার সন্ধ্যায় আর্ক দ্য ত্রায়ম্ফির কাছে হোটেল নেপোল থেকে বের হয়ে রাত ৯টার দিকে সিগারেট ফুঁকতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। তখনই ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি। খবর সিএনএনের।

পুলিশের ভাষ্য, রাস্তায় বের হলে ওই ব্যবসায়ীর কাছে সিগারেট চান ছিনতাইকারী। পকেট থেকে হাত বের করামাত্রই ছিনতাইকারী ঘড়ি ধরে টান দেন। এরপর তা নিয়ে দৌড়ে পালান। ঘড়িটি রিচার্ড মিলি ট্যুরবিলিয়ন ডায়মন্ড টুইস্টার। বিলাসবহুল সুইস ঘড়ি হিসেবে ঘড়িটিতে হীরাখচিত নকশা করা আছে। ঘড়িটি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মামলাটি অর্গানাইজড ক্রাইম টাস্ক ফোর্সের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি প্যারিসে দামি ঘড়ি ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এ বছরের প্রথম আট মাসে ৭১টি ঘড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বিলাসবহুল হোটেল ও দামি গয়নার দোকানের আশপাশে। ঘড়ি ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা বিভিন্ন রকমের কৌশলের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সিএনএসের অ্যাফিলিয়েট টিভি চ্যানেল বিএফএমটিভি।