গ ণি ত

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৬

দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.)
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
নৈর্ব্যক্তিক প্রশ্ন অংশ-২
প্রিয় শিক্ষার্থী, গণিতের ১নং প্রশ্ন থাকবে নৈব্যক্তিক প্রশ্ন-এর উত্তর। নিচে কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১
১. গুণফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি?
ক. গুণফল÷গুণক খ. গুণফল÷গুণ্য
গ. গুণ্য÷গুণক ঘ. গুণ্য×গুণক
উত্তর: ঘ. গুণ্য×গুণক
২. ‘গুণ্য’ নির্ণয়ের সূত্র কোনটি?
ক. গুণফল×গুণক খ. গুণফল÷গুণক
গ. গুণ্য×গুণক ঘ. গুণ্য÷গুণক
উত্তর: খ. গুণফল÷গুণক
৩. নিচের কোনটি গুণকের সূত্র?
ক. গুণফল÷গুণ্য খ. গুণফল × গুণ্য
গ. গুণ্য×গুণক ঘ. গুণ্য÷গুণফল
উত্তর: ক. গুণফল÷গুণ্য
৪. ২৫×১০০ = ২৫০০ গাণিতিক উক্তিটিতে গুণক কত?
ক. ২৫ খ. ২৫০০ গ. ১০০ ঘ. ২৫০
উত্তর: গ. ১০০
৫. ৩৫৭×২৯ = ১০৩৫৩ গাণিতিক উক্তিটিতে গুণফল কত?
ক. ২৯ খ. ১০৩৫৩ গ. ৫৭ ঘ. ৩৫৭
উত্তর: খ. ১০৩৫৩
৬. গুণফল বের করতে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন বসাতে হয়?
ক. + খ. - গ. ÷ ঘ. × উত্তর: ঘ. ×
৭. ১ বছরে কত দিন?
ক. ৩৬৫ খ. ৩৬৪ গ. ৩৬৬ ঘ. ৩৬৭ দিন
উত্তর: ক. ৩৬৫ দিন
৮. গুণ্য ১২৭ এবং গুণক ১০০ হলে গুণফল নিচের কোনটি?
ক. ১২৭০ খ. ১২৭০০
গ. ১২৭ ঘ. ১২৭০০০
উত্তর: খ. ১২৭০০
৯. গুণ্য ৪৯০৮, গুণক ৪০০, গুণফল = ?
ক. ৪৯০৮০০ খ. ১৯৬৩২
গ. ১৯৬৩২০ ঘ. ১৯৬৩২০০
উত্তর: ঘ. ১৯৬৩২০০
১০. গুণফল ৬৫০০, গুণক ১০০, গুণ্য=?
ক. ৬৫০ খ. ৬৫০০০০
গ. ৫০ ঘ. ৬৫ উত্তর: ঘ. ৬৫
১১. ১৭ × ১০ এর গুণফল কত?
ক. ১০৭ খ. ১৭০ গ. ৭০ ঘ. ১৭১০
উত্তর: খ. ১৭০
১২. ২৯৮ × ১১৫ = কত?
ক. ৩৪৭২০ খ. ৩৮২ গ. ৩৪ ঘ. ৩৪২৭০
উত্তর: ঘ. ৩৪২৭০
১৩. ২২২২ কে ১১১ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
ক. ২২২২১১১ খ. ২২২২
গ. ২৪৬৬৪২ ঘ. ২৪৪৪২
উত্তর: গ. ২৪৬৬৪২
১৪. ৩৪৫০ কে ১০০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
ক. ৩৪৫০০ খ. ৩৪৫০০০
গ. ৩৪৫১০০ ঘ. ৩৪৫০০১
উত্তর: খ. ৩৪৫০০০
১৫. ১৪৫ × ১০০ এর গুণফল কত?
ক. ১৪৫০০০ খ. ১৪৫
গ. ১৪৫০ ঘ. ১৪৫০০
উত্তর: ঘ. ১৪৫০০।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল