Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশেও আছে উইকিপিডিয়া জিরো

বাংলা উইকিপিডিয়ার সক্রিয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে ক্যারোলিন স্লেইডার

উইকিমিডিয়া ফাউন্ডেশন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে (www.wikipedia.org) সবার কাছে পৌঁছাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য চালু করেছে ‘উইকিপিডিয়া জিরো’ প্রকল্প। এ প্রকল্পের আওতায় বিনা মূল্যে উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। বাংলাদেশে এখন বাংলালিংকের গ্রাহকেরা এ সুবিধা পাচ্ছেন। গতকাল বুধবার ঢাকায় বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল কর্মসূচির পরিচালক ক্যারোলিন স্লেইডার। গ্রামীণফোন ও রবি খুব শিগগির এ সেবা চালু করবেন বলেও তিনি জানান। এ সম্মেলনের আয়োজক উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশে প্রায় তিন কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। ফলে বিনা মূল্যে উইকিপিডিয়া ব্যবহার করতে পারলে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন সহজ হবে।

সম্মেলনে মোবাইল ফোন সেবাদাতা গ্রামীণফোন, বাংলালিংক ও রবির প্রতিনিধিরা এবংবাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। উইকিপিডিয়া জিরো মোবাইল ফোনের ইন্টারনেট থেকে ব্যবহারের সময় কোনো বিল উঠবে না।তাই একে বিনা মূল্যের বলা হচ্ছে। এটি পাওয়া যাবে m.wikipedia.org এবং zero.wikipedia.org ঠিকানার ওয়েবসাইটে।—