
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১৫
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ক্রিয়া বিভক্তি
১। বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে?
ক. ২২টি খ. ২১টি গ. ২০টি ঘ. ১৯টি
সঠিক উত্তর: গ. ২০টি
২। ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়?
ক. ধাতু বানানের ধরন
খ. ধাতুর গঠন অনুসারে শ্রেণীবিন্যাস
গ. ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
ঘ. ক্রিয়াপদ গঠনের নিয়ম
সঠিক উত্তর: ক. ধাতু বানানের ধরন
৩। ‘গুরা’র আদিগণ কোনটি?
ক. ঝিমা খ. খোঁচা গ. উচা ঘ. দৌড়া
সঠিক উত্তর: গ. উচা
৪। ‘নহ্’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?
ক. নহি খ. নহে গ. নই ঘ. নয়
সঠিক উত্তর: গ. নই
৫। বাংলা ভাষায় যে কয়েকটি ধাতুর সব কালের রূপ পাওয়া যায় না, তাদের কী বলে?
ক. ণিজন্ত ধাতু খ. অজ্ঞাত মূল ধাতু
গ. অসম্পূর্ণ ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: গ. অসম্পূর্ণ ধাতু।
৬। ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ৫টি
সঠিক উত্তর: গ. ২টি
৭। উঁচা, লুকা, ফুড়া—কোন আদিগণের উদাহরণ?
ক. ধোঁয়া খ. ঘুরা গ. দৌড়া ঘ. ফিরা
সঠিক উত্তর: খ. ঘুরা
৮। ‘গণ’ শব্দের অর্থ কী?
ক. গুচ্ছ খ. শ্রেণী গ. প্রকার ঘ. দল
সঠিক উত্তর: খ. শ্রেণী
৯। ছিটা, ঝিমা, চিরা, শিখা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
ক. ঘুরা খ. নি গ. লাফা ঘ. ফিরা
সঠিক উত্তর: ঘ. ফিরা।
কারক ও বিভক্তি
১. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
ক. ঐকদেশিক খ. অভিব্যাপক
গ. বৈষয়িক ঘ. ভাবাধিকরণ
সঠিক উত্তর: ক. ঐকদেশিক
২. কারক (কৃ+ণক) শব্দটির অর্থ কী?
ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাসকে সম্পাদন করে
গ. যা ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
সঠিক উত্তর: গ. যা ক্রিয়া সম্পাদন করে
৩.সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য খ. ষষ্ঠী গ. দ্বিতীয়া ঘ. চতুর্থী
সঠিক উত্তর: খ. ষষ্ঠী
৪. স্বত্বত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে?
ক. কর্তৃ খ. কর্ম গ. সম্প্রদান ঘ. অপাদান
সঠিক উত্তর: গ. সম্প্রদান
৫. ‘পুকুরে মাছ আছে’—এখানে ‘পুকুরে’ কোন অধিকরণ কারক?
ক. বৈষয়িক অধিকরণ
খ. ভাবাধিকরণ
গ. অভিব্যাপক অধিকরণ
ঘ. ঐকদেশিক অধিকরণ
সঠিক উত্তর: ঘ. ঐকদেশিক অধিকরণ
৬. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’—‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা
ঘ. ভাববাচ্যের কর্তা
সঠিক উত্তর: গ. ব্যতিহার কর্তা।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক
কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল