বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
দেশ
৯। শরৎকালের শিশির সেথা জ্বালায় মানিক?
ক. মুক্তা খ. আলো গ. শিখা ঘ. আলা
সঠিক উত্তর: ঘ. আলা
১০। কবির ভাষায় তারি কিসে থোকা থোকা ধানের ছড়া দোলে?
ক. টানে খ. মায়ায় গ. ডাকে ঘ. প্রেমে
সঠিক উত্তর: খ. মায়ায়
১১। ‘দেশ’ কবিতায় বর্ণিত কোনটি অজস্র অজানা গাঁ পেরিয়ে গেছে?
ক. ফুলের সুবাস খ. নদী গ. প্রজাপতি ঘ. খেত
সঠিক উত্তর: খ. নদী
১২। ‘কেশ’ শব্দের অর্থ কী?
ক. চুল খ. ঠোঁট গ. চোখ ঘ. মুখ
সঠিক উত্তর: ক. চুল
১৩। ‘পারাবার’ শব্দের অর্থ কী?
ক. নদী খ. পানি গ. সাগর ঘ. নদীর তীর
সঠিক উত্তর: গ. সাগর
১৪। ‘দেশ’ পল্লীকবি জসীমউদ্দীনের কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. প্রবন্ধ গ. ছোটগল্প ঘ. নাটক
সঠিক উত্তর:ক. কবিতা
১৫। ‘চঞ্চু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. চুল খ. ঠোঁট গ. চোখ ঘ. মুখ
সঠিক উত্তর: খ. ঠোঁট
১৬। কবি জসীমউদ্দীন কবিতা লিখতে শুরু করেন—
ক. ছাত্রজীবনে খ. বারো বছর বয়সে
গ. যৌবনে ঘ. মাঝবয়সে
সঠিক উত্তর:ক. ছাত্রজীবনে
১৭। ‘দেশ’ কবিতায় অফুরন্ততা মূলত প্রকাশ করছে—
ক. ভূমিহীনদের খ. সওদাগরের
গ. মহাজনদের ঘ. চেয়ারম্যানদের
সঠিক উত্তর: ক. ভূমিহীনদের
১৮। ‘দেশ’ কবিতাটি দ্বিতীয় স্তবকে চরণের সংখ্যা—
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ৬
সঠিক উত্তর: খ. ১০
১৯। ‘রবি’ শব্দটির সমার্থক শব্দ—
ক. শশী খ. সুধাকর গ. তটিনী ঘ. বিভাকর
সঠিক উত্তর: ঘ. বিভাকর
২০। ‘রাতের অন্ধকার বাঁশঝাড়ে জোনাকির আলো মুক্তার মতো দ্যুতি ছড়ায়’—উদ্দীপকের জোনাকির সঙ্গে ‘দেশ’ কবিতার কোন উপাদানটির মিল রয়েছে?
ক. প্রজাপতি খ. রবির আলো
গ. রোদের গুঁড়ো ঘ. শরতের শিশির
সঠিক উত্তর: ঘ. শরতের শিশির
২১। ‘চক্রবাক পাখি’ অর্থে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. চখা খ. চঞ্চু গ. ঝাঁক ঘ. বক
সঠিক উত্তর: ক. চখা
২২। ‘দেশ’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মনে সৃষ্টি হবে—
ক. মানুষের প্রতি মমত্ববোধ খ. দেশের প্রতি মমত্ববোধ
গ. কাচের প্রতি মমত্ববোধ ঘ. সৃষ্টির প্রতি মমত্ববোধ
সঠিক উত্তর: খ. দেশের প্রতি মমত্ববোধ
২৩। বৃষ্টি শেষে আকাশকে যেন মালা পরায় সাতরঙা রংধনু—উদদীপকটির সঙ্গে কবিতার কিসের মিল রয়েছে?
ক. সবুজ হাওয়া খ. প্রজাপতির ঝাঁক
গ. শরৎকালের শিশির ঘ. বক-কনেরা
সঠিক উত্তর: খ. প্রজাপতির ঝাঁক
২৪। ‘কেশ’ শব্দটির বহুল প্রচলিত সমার্থক শব্দ কোনটি?
ক. কুন্তল খ. চুল গ. চিকুর ঘ. অলক
সঠিক উত্তর: খ. চুল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা