জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সাড়ে তিন হাত জমি
১৪। বাসকিরদের দেশে যাওয়ার জন্য পাখোমকে কত মাইল পথ হাঁটতে হলো?
ক. ২৪০ মাইল খ. ২৭৪ মাইল
গ. ৩৩২ মাইল ঘ. ৪০০ মাইল
উত্তর: গ. ৩৩২ মাইল
১৫। পাখোম স্বপ্নে যে শয়তানটিকে দেখল, তার —।
i. মাথায় ছিল শিং ii. পায়ে খুর
iii. হাতে ধারালো নখ
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
১৬। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’— উদ্ধৃতির সাথে তোমার পঠিত কোন গল্পের সাদৃশ্য রয়েছে?
ক. সাড়ে তিন হাত জমি
খ. রামায়ণ কাহিনি
গ. কিশোর কাজি ঘ. রবিনসন ক্রুশো
উত্তর: ক. সাড়ে তিন হাত জমি
১৭। ‘সাড়ে তিন হাত জমি’র মূল লেখক কে?
ক. লিও টলস্টয় খ. বরিস পাস্তারকে
গ. ম্যাক্সিম গোর্কি ঘ. নিকোলাই
উত্তর: ক. লিও টলস্টয়
১৮। শয়তান পাখোমকে নিয়ে মজার খেলা খেলতে চাইলো কেন?
ক. লোভের শাস্তি দেওয়ার জন্য
খ. সুপথে ফিরিয়ে আনার জন্য
গ. লোভের পরিণতি দেখানোর জন্য ঘ. জমিদার বানানোর জন্য
উত্তর: ক. লোভের শাস্তি দেওয়ার জন্য
১৯। পাখোমের প্রতিবেশী নারীটি কত একর জমির মালিক ছিলেন?
ক. ১৪০ একর খ. ২৪০ একর
গ. ৩৪০ একর ঘ. ৪৪০ একর
উত্তর: খ. ২৪০ একর
২০। ‘ওভারশিয়ার’ শব্দটির অর্থ—
ক. ১০০ শতাংশের অধিক জমি
খ. যে বিষয়-সম্পত্তি দেখাশোনা করে গ. গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে সঠিক বিচারসভা ঘ. রশিয়ার কোনো জাতির আবাসভূমি
উত্তর: খ. যে বিষয়-সম্পত্তি দেখাশোনা করে
২১। ভলগার ওপারে জমি পত্তনির সংবাদ পাখোম কার কাছ থেকে পায়?
ক. জনৈক চাষির কাছে
খ. পাখোমের স্ত্রীর বোনের কাছে
গ. স্টার্শিনার কাছে
ঘ. ওভারশিয়ারের কাছে
উত্তর: ক. জনৈক চাষির কাছে
২২। পাখোম প্রথমে কতটুকু জমির মালিক হলো?
ক. ২০ একর খ. ৩০ একর
গ. ২৫ একর ঘ. ১০ একর
উত্তর: খ. ৩০ একর
২৩। বাসকিরদের প্রিয় খাদ্য কী?
ক. জবের রুটি খ. গমের রুটি
গ. উটের দুধ ঘ. ঘোড়ার দুধ
উত্তর: খ. গমের রুটি
২৪। বাসকিরদের দেশে রাতে পাখোমকে কিসের বিছানায় শুতে দেওয়া হয়েছিল?
ক. ভেড়ার লোমের
খ. পাখির পালকের
গ. নরম তুলার ঘ. শক্ত তক্তার
উত্তর: খ. পাখির পালকের
২৫। বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল?
ক. কৃষক খ. জমিদার
গ. মেষপালক ঘ. শয়তান
উত্তর: ঘ. শয়তান
২৬। পাখোম গোল পাহাড় থেকে কত মাইল পর্যন্ত অগ্রসর হয়েছিল?
ক. তিন মাইল খ. ছয় মাইল
গ. নয় মাইল ঘ. দশ মাইল
উত্তর: ঘ. দশ মাইল
২৭। রুবল কোন দেশের মুদ্রা?
ক. ইতালি খ. ফ্রান্স
গ. জার্মানি ঘ. রাশিয়া
উত্তর: ঘ. রাশিয়া
# নিচের উদ্দীপকটি পড়ে ২৮ থেকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুহুল আমিন গ্রামের মাতব্বর। গ্রামের লোক তাকে মান্য করে। কিন্তু সে লোভী। নিজের নাম জাহির করার আশা তার মনে জেগে উঠল তাহেরের কথায়। তাহের তাকে বলেছিল যে একবার চেয়ারম্যান হতে পারলে দেশের মানুষ তাকে চলতে-ফিরতে সালাম দেবে। এ কথা শুনে রুহুল আমিন তার সব জমি বিক্রি করে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াল এবং বিপুল ভোটে পরাজিত হলো। এখন সে পথের ফকির।
২৮। উদ্দীপকের রুহুল আমিন ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের কোন চরিত্রের প্রতীক?
ক. স্টার্শিনা খ. পাখোম
গ. ওভাশিয়ার ঘ. শয়তান
উত্তর: ক. স্টার্শিনা
২৯। উদ্দীপকের তাহেরের সাথে মিল আছে কার?
ক. শয়তানের খ. কৃষকের
গ. পাখোমের ঘ. মহাজনের
উত্তর: ক. শয়তানের
৩০। উদ্দীপকের রুহুল আমিন ও ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের পাখোম দুজনেই ছিল —।
i. লোভী ii. বোকা iii. বুদ্ধিমনা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii।
উত্তর: গ. i ও ii.
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা