Thank you for trying Sticky AMP!!

বিটকয়েনের দাম যখন লাখ ডলার ছাড়াতে পারে

বিটকয়েনের প্রতীকী ছবি

ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রিপ্টোকারেন্সি গবেষণা দলের প্রাক্কলন অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকে বিটকয়েনের বিনিময় মূল্য দ্বিগুণ হয়ে এক লাখ ডলারের মাইলফলক পেরিয়ে যাবে। আর দীর্ঘ মেয়াদে তা ১ লাখ ৭৫ হাজার ডলার পর্যন্ত যেতে পারে।

অন্যদিকে লেনদেনের পরিমাণের বিচারে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ইথেরিয়ামের সম্ভাব্য দাম ২৬ থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। তবে ইথেরিয়াম সেই পর্যায়ে গেলে বিটকয়েনের দাম উঠবে ১ লাখ ৭৫ হাজার ডলারের কাছাকাছি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন ক্রিপ্টোকারেন্সি গবেষণা বিভাগের নেতৃত্বে আছেন জেফরি কেন্ড্রিক। ব্যাংকটির উদীয়মান মুদ্রা গবেষণার বৈশ্বিক প্রধানও তিনি। গ্রাহকদের পাঠানো এক বার্তায় জেফরি লিখেছেন, ‘বিনিময় মাধ্যম হিসেবে ভবিষ্যতের ক্যাশলেস (নগদ অর্থের ব্যবহারহীন) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেনদেনের পদ্ধতি হতে পারে বিটকয়েন। ২০২১ সালের শেষ বা ২০২২ সালের শুরুর দিকে এক লাখ ডলার দাম উঠতে পারে।’

আজ বুধবার সন্ধ্যায় বিটকয়েনের দাম ৪৬ হাজার ১০০ ডলারের আশপাশে ছিল। আর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ দাম ৫২ হাজার ডলার উঠেছিল সোমবার।