Thank you for trying Sticky AMP!!

ভূমিকম্প পূর্বাভাস-ব্যবস্থা তৈরি করবে গুগল

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বিশ্বকে আরও নিরাপদ করতে তাঁদের পরবর্তী বড় পরিকল্পনার কথা জানিয়েছেন। গুগল তাদের পরবর্তী বড় প্রকল্প হিসেবে ভূমিকম্প পূর্বাভাস-ব‌্যবস্থা তৈরি করার পরিকল্পনা করছে।

বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা পাওয়া কঠিন। ভূমিকম্প কি আগাম শনাক্ত করা সম্ভব? গতকাল গুগলের প্রধান নির্বাহী এক টুইট করে বলেছেন, এটা করা সম্ভব।

গুগল সম্প্রতি ফাইবার অপটিক কেবল ব্যবহার করে একটি পরীক্ষা করেছে, যাতে ভূমিকম্প এবং সুনামির সতর্কতা ব্যবস্থার জন্য তাদের পদ্ধতি কার্যকর হওয়ার প্রমাণ পাওয়া গেছে। গুগল গ্লোবাল নেটওয়ার্কিংয়ের ভ্যালি কমলভ এবং ম্যাটিয়া ক্যান্টনো এক ব্লগ পোস্টে গুগল কীভাবে ভূমিকম্প শনাক্ত করেছে, তা তুলে ধরেছেন।

গুগল ইতিমধ‌্যে মেক্সিকো ও জ‌্যামাইকায় মাঝারি মাত্রার ভূমিকম্প শনাক্ত করে দেখিয়েছে।

গুগলের ব্লগ পোস্টে বলা হয়েছে, সমুদ্রের নিচের সাবমেরিন কেবল ব‌্যবহার করে ভূমিকম্প আগাম শনাক্তের প্রাথমিক সাফল‌্যে গুগল টিম রোমাঞ্চিত। তারা এ পদ্ধতির উন্নতি করতে কাজ করবে। ভবিষ‌্যতে তারা ভূমিকম্প পর্যবেক্ষণ সিস্টেম তৈরির কাজ শুরু করবে।