Thank you for trying Sticky AMP!!

মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট ২০১৫ ঘোষণা

মাইক্রোসফট ২০১৫ সালে বাংলাদেশের নয় জন শিক্ষককে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট (এমআইই এক্সপার্ট) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মাইক্রোসফট ২০১৫ সালে বাংলাদেশের নয় জন শিক্ষককে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট (এমআইই এক্সপার্ট) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন মোহাম্মাদ মোহিউল হক, আবুল কালাম রাশেদ আহমেদ, মাহফুজ আরা সুলতানা, তাসনিফা খানম, শাহনেওয়াজ আলী, লিয়ন আসাদ, গাজী সালাহউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ খুরশেদ আলম ও জ্যোতিষ চন্দ্র রায়। মোবাইল-ফার্স্ট, ক্লাউড-ফার্স্ট বিশ্বে শিক্ষার্থীদের সাফল্য অর্জনের পথে প্রযুক্তি ব্যবহারে উত্সাহদাতা হিসেবে এ স্বীকৃতি দিয়েছে মাইক্রোসফট।
৩০ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট বাংলাদেশের এডুকেশন লিড সারানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনের ট্রেনিং পরিচালক মো. হামিদুল হক।
অনুষ্ঠানে শিক্ষক আবুল কালাম রাশেদ আহমেদ বলেন, এমআইই এক্সপার্ট হিসেবে স্বীকৃতি পাওয়া সত্যিই সম্মানের। শিক্ষার্থীদের সাফল্য অর্জন নিশ্চিত করতে নতুন উদ্ভাবনী উপায় খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের আরও দক্ষ করে তুলতে এমআইই এক্সপার্টরা মাইক্রোসফটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
মাইক্রোসফটের ওয়ার্ল্ডওয়াইড এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি স্যালসিটো বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে মাইক্রোসফটের ইনোভেটিভ এডুকেটর এক্সপার্টরা কাজ করছে। মোবাইল ও ক্লাউড প্রযুক্তির মাধ্যমে শিক্ষকরা এ কাজ করছেন।