Thank you for trying Sticky AMP!!

মেয়াদ বাড়ল হাইটেক পার্ক ব্যবস্থাপনা পরিচালকের

হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরার মেয়াদ আবার বাড়ল। ছবি: সংগৃহীত

হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরার মেয়াদ আবার বাড়ল। হাইটেক পার্ক সূত্রে জানা গেছে, সচিব পদমর্যাদায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগমের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। চুক্তির মেয়াদ বাড়িয়ে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গত ১ জুন বা যোগদানের তারিখ থেকে চুক্তির মেয়াদ বৃদ্ধির এই আদেশ কার্যকর হবে।

হোসনে আরা ২০১৭ সালের ৩১ মে চুক্তিতে দুই বছরের জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

তার আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে তিনি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

হোসনে আরা বেগম ১৯৮৩ সালের ৩ এপ্রিল ফরিদপুর সদরে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। দেশে প্রথমবারের মতো যে ৪০ জন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ পান, তাঁদের মধ্যে অন্যতম তিনি। হোসনে আরা বেগম ১৯৫৮ সালের ২৬ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।