Thank you for trying Sticky AMP!!

রেডমি ল্যাপটপ আনছে শাওমি

রেডমি লোগো

স্মার্টফোনের পর রেডমি ব্র্যান্ডের অধীনে ল্যাপটপ আনছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এ ব্র্যান্ডের ল্যাপটপগুলো সাশ্রয়ী দামে কিনতে পারবেন ক্রেতারা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শিগগিরই চীনের একটি অনুষ্ঠানে এ ল্যাপটপ উদ্বোধন করবে শাওমি। এ ছাড়া অনুষ্ঠানে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটের নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবে শাওমি।

প্রতিবেদনে বলা হয়, টুইটারে এক পোস্টে রেডমি ল্যাপটপ বাজারে আসার খবর সামনে এসেছে। সম্প্রতি হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনারের অধীনে ল্যাপটপ বাজারে এসেছে। রেডমি নিয়ে একই পথে হেঁটেছে শাওমি। প্লাস্টিক কাঠামোর শাওমি ল্যাপটপটির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

নতুন স্মার্টফোনটিতে অবশ্য উন্নত প্রসেসর ছাড়াও ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করছে রেডমি। এর পেছনে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সেলফির জন্য সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। একাধিক স্টোরেজ ও মেমোরি সংস্করণে এই ফোন পাওয়া যাবে।