বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২৬। ছেলেমেয়েদের এইডস থেকে মুক্ত রাখতে প্রয়োজন—
i. তাদের শিক্ষিত করা
ii. পরিবারকে সচেতন হওয়া
iii. সমাজকে সচেতন হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
অধ্যায়-৪
১। যেসব অঙ্গ সন্তান জন্মদানের সঙ্গে জড়িত তাকে কী বলে?
ক. রেচন অঙ্গ খ. প্রজনন অঙ্গ
গ. সংবেদী অঙ্গ ঘ. শ্বসন অঙ্গ
উত্তর: খ. প্রজনন অঙ্গ
২। সন্তান জন্মদানের প্রক্রিয়াকে কী বলে?
ক. রক্ত সংবহন খ. রেচন
গ. প্রজনন ঘ. শ্বসন
উত্তর: গ. প্রজনন
৩। মেয়েরা কত বছরের পর গর্ভধারণ করলে মৃত্যু ঝুঁকি কমবে?
ক. ১৫ বছর খ. ২০ বছর
গ. ৪০ বছর ঘ. ৪৫ বছর
উত্তর: খ. ২০ বছর
৪। কখন ছেলে ও মেয়ের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে?
ক. শৈশবকালে খ. কৈশোরকালে
গ. যৌবনকালে ঘ. প্রৌঢ়কালে
উত্তর: খ. কৈশোরকালে
৫। প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কেন জ্ঞান থাকা দরকার?
ক. নিরাপদ জীবনের জন্য
খ. ডাক্তার হওয়ার জন্য
গ. ভালো রেজাল্টের জন্য
ঘ. স্বাস্থ্যবিধি মানার জন্য
উত্তর: ক. নিরাপদ জীবনের জন্য
৬। সরকারি আইন অনুযায়ী ছেলেদের কমপক্ষে বিয়ের বয়স কত?
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২১ বছর ঘ. ২২ বছর
উত্তর: গ. ২১ বছর
৭। সরকারি আইন অনুযায়ী মেয়েদের কমপক্ষে বিয়ের বয়স—
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২১ বছর খ. ২২ বছর
উত্তর: ক. ১৮ বছর
৮. কখন একটি ছেলে ও মেয়ের শরীরের সুষম বিকাশ সাধন হয়?
ক. শৈশবকালে খ. যৌবনকালে
গ. প্রৌঢ়কালে ঘ. বিয়ের পর
উত্তর: খ. যৌবনকালে
৯। মেয়েদের পরিণত বয়স বলতে কত বছরকে বোঝায়?
ক. ১৫ বছর খ. ১৮ বছর
গ. ২০ বছর ঘ. ২১ বছর
উত্তর: খ. ১৮ বছর
১০। ছেলেদের পরিণত বয়স বলতে কত বছরকে বুঝায়?
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২১ বছর ঘ. ২৩ বছর
উত্তর: গ. ২১ বছর
১১। এ দেশে প্রচুর মা সন্তান জন্মদান করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এর কারণ—
i. অপ্রাপ্ত বয়সে বিয়ে
ii. অপরিণত বয়সে সন্তান ধারণ
iii. ভুল চিকিৎসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, ও iii
উত্তর: ক. i ও ii
১২। অপরিণত বয়সে মা হলে তা শিশু ও মা উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এ সময়ে মায়ের—
i. শারীরিক বৃদ্ধি পূর্ণ হয় না
ii. মানসিক পরিপক্বতা থাকে না
iii. সন্তান ধারণ সম্পর্কে ধারণা থাকে না।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক