<p>ভাই, ঈদের চাঁদ উঠছে?</p>.<p>একটু দাঁড়ান, ভালো করে দেখে নিই।</p>.<p>কী হইল ভাই, চাঁদ উঠছে?<br />নাহ্, তবে একটা ছাতা দেখা যায়!<br />দেন দেখি আমারে দুরবিনটা!</p>.<p>হে হে! এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া ক্যামনে বাইরে আসি! ঈদ মোবারক!</p>
<p>ভাই, ঈদের চাঁদ উঠছে?</p>.<p>একটু দাঁড়ান, ভালো করে দেখে নিই।</p>.<p>কী হইল ভাই, চাঁদ উঠছে?<br />নাহ্, তবে একটা ছাতা দেখা যায়!<br />দেন দেখি আমারে দুরবিনটা!</p>.<p>হে হে! এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া ক্যামনে বাইরে আসি! ঈদ মোবারক!</p>