ইংরেজি শেখার প্রতি একটা ভয় অনেকের মধ্যেই কাজ করে। সেই ভয় জয় করিয়ে ইংরেজির দক্ষতা বাড়াতে পারে হ্যালো ইংলিশ (Hello English) নামের এক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। সহজ এবং মজার কিছু পদ্ধতির মাধ্যমে অ্যাপটি ক্রমেই আপনাকে ইংরেজিতে পারদর্শী করে তুলবে।
গুগল প্লেস্টোরে ছাড়ার আট মাসের মধ্যেই হ্যালো ইংলিশ এতটাই জনপ্রিয়তা লাভ করে যে শিক্ষামূলক অ্যাপগুলোর তালিকায় ১ নম্বরে চলে আসে। এটি এখন পর্যন্ত ১ কোটি বারের বেশি নামানো হয়েছে।
২১টি ভাষা রয়েছে অ্যাপটিতে। এর মধ্যে বাংলাও রয়েছে। ফলে আপনি মাতৃভাষাতেই শিখতে পারবেন ইংরেজি। অ্যাপটি ইনস্টল করার পর কোন ভাষা থেকে ইংরেজি শিখবেন তা নির্বাচন করতে হবে। এরপর কেন ইংরেজি শিখতে চান এমন প্রশ্নের নির্ধারিত উত্তর (যেমন বিদেশ ভ্রমণ) থেকে আপনার ইংরেজি শেখার কারণটি নির্বাচন করতে হবে।
৪২৫টির বেশি অধ্যায় রয়েছে অ্যাপটিতে। প্রতিদিন একটি করে পাঠ এবং প্রতিটি পাঠ এমনভাবে সাজানো হয়েছে, যাতে খুব সহজেই ইংরেজি ভীতি এবং পড়ার একঘেয়েমি দূর করা সম্ভব। ১০ হাজারের বেশি শব্দের অভিধানও রয়েছে এতে। এগুলোর উচ্চারণও শোনা যাবে।
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন চলে হ্যালো ইংলিশ। অ্যাপটি নামানোর ঠিকানা: https://goo.gl/ma6hFY ।