ক ম্পি উ টা র শি ক্ষা

২০১৪ সালের এইচএসসির বিশেষ প্রস্তুতি-১০৬

সৃজনশীল প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার শিক্ষা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ডাটা ট্রান্সমিশনের স্পিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
উত্তর: ডাটা বা উপাত্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাকে ট্রান্সমিশন বলে।
বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ডাটা ট্রান্সমিশন করা হয়ে থাকে।
ডাটা ট্রান্সমিশন স্পিড: এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাকে ট্রান্সমিশন বলে; আর যে হারে ডাটা ট্রান্সমিশন বা স্থানান্তর করা হয়, তাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। অন্যভাবে বলা যায়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয়, তাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। এই ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইডথ বা ব্যান্ড স্পিডও বলা যেতে পারে।
প্রকারভেদ: ডাটা ট্রন্সফার স্পিডের (গতি) ওপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিন ভাগে ভাগ করা যায়:
১। ন্যারো ব্যান্ড ২। ভয়েস ব্যান্ড
৩। ব্রডব্যান্ড
এগুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
১। ন্যারো ব্যান্ড: এ ব্যান্ডে ডাটা চলাচলের গতি সাধারণত ৪৫ থেকে ৩০০ বিপিএস হয়ে থাকে। ধীরগতি ডাটা স্থানান্তরে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। সাধারণত টেলিগ্রাফির ক্ষেত্রে এই ব্যান্ডটির ব্যবহার বেশি লক্ষ করা যায়। টেলিগ্রাফির ক্ষেত্রে ন্যারো ব্যান্ড সাধারণত ৩০০ থেকে ৩৪০০ হার্টজ ফ্রিকুয়েন্সি প্রদান করে থাকে। টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি হওয়ায় ডাটা স্থানান্তর গতি কম, তাই এ ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়।
২। ভয়েস ব্যান্ড: এ ব্যান্ডে ডাটা চলাচল গতি ৯৬০০ বিপিএস পর্যন্ত হয়ে থাকে। ভয়েস ব্যান্ড সাধারণত টেলিফোন লাইনে বেশি ব্যবহূত হয় টেলিফোন লাইনে এই ব্যান্ডে সাধারণত ২০০ থেকে ৩৬০০ হার্টজ ফ্রিকুয়েন্সিতে তথ্য স্থানান্তর করা যায়। তবে কম্পিউটার কমিউনিকেশন কিংবা কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ডরিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়।
৩। ব্রডব্যান্ড: ব্রডব্যান্ড উচ্চ গতিসম্পন্ন স্থানান্তর ব্যান্ডউইডথ, যার গতি কমপক্ষে ১ মেগাবিট প্রতি সেকেন্ড হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে। কো-এক্সিয়াল কেব্ল, অপটিক্যাল ফাইবার কেব্ল, স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রো -ওয়েভ কমিউনিকেশন কিংবা নেটওয়ার্কিং প্রক্রিয়ায় ডাটা স্থানান্তরে সাধারণত ব্রডব্যান্ড ব্যবহূত হয়।
ডাটা কমিউনিকেশন স্পিডের তারতম্যের ফলে বিভিন্ন ব্যান্ডের উদ্ভব হয়। আর এসব ব্যান্ড আবার বিভিন্ন গতিসম্পন্ন বিভিন্ন প্রযুক্তিতে ডাটা স্থানান্তরে ব্যবহার হয়ে থাকে।

প্রভাষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম