জী ব বি জ্ঞা ন

২০১৪ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৭

মাসুক হেলাল
মাসুক হেলাল

সৃজনশীল প্রশ্ন অধ্যায়-১
শিক্ষার্থীরা, আজ থাকছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ‘উদ্ভিদজগতের শ্রেণীবিন্যাস’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।

উদ্ভিদবিজ্ঞানের ছাত্রী অর্পা লক্ষ করল Penicillium notatum বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণীবিন্যাসে প্রথম উদ্ভিদ উপজগতের বিভাগ-১-এ স্থান লাভ করলেও Margulis-এর শ্রেণীবিন্যাসে এটি ভিন্ন জগতে স্থান পেয়েছে।
ক. জীববৈচিত্র্য কাকে বলে?
খ. প্রজাতি বলতে কী বোঝায়?
গ. বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণীবিন্যাসে অর্পার পর্যবেক্ষণকৃত প্রজাতিটির অবস্থান ব্যাখ্যা করো।
ঘ. Margulis-এর শ্রেণীবিন্যাসে প্রজাতিটি ভিন্ন অবস্থানে থাকার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর: ক. জীবের জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত বৈচিত্র্যকে একসঙ্গে জীববৈচিত্র্য বলা হয়।
উত্তর: খ. প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক। সাধারণভাবে প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীবকে বোঝায়, যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। যেমন: আমাদের দেশে চাষ করা সব প্রকার ধানই একই প্রজাতির। সব ধরনের কাঁঠাল একই প্রজাতির অন্তর্ভুক্ত।

উত্তর: গ. বিচিত্র ধরনের উদ্ভিদরাজিকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসঙ্গে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সব উদ্ভিদকে কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গন, প্রজাতি প্রভৃতি দল-উপদলে বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে।
বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণীবিন্যাসে উদ্ভিদের সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। বেনথাম ও হুকার যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করেছেন, সেখানে অর্পার পর্যবেক্ষণকৃত Penicillium notatum, Cryptogamia উপজগতের Thallophyta বিভাগে অবস্থিত। বেনথাম ও হুকার সমগ্র উদ্ভিদজগৎকে দুটি উপজগৎ Cryptogamia (অপুষ্পক উদ্ভিদ) ও Phanerogramia (সপুষ্পক উদ্ভিদ)-এ বিভক্ত করেছেন।
Cryptogamia-কে আবার তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে।
বিভাগ-১: Thallophyta বিভাগ-২: Bryophyta
বিভাগ-৩: Pteridophyta
এর মধ্যে বিভাগ-১, Thallophyta-এর বৈশিষ্ট্য হলো: i. এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়।
ii. ভ্রূণ সৃষ্টি হয় না। iii. পরিবহনতন্ত্র নেই iv. জননাঙ্গ সাধারণত এককোষী।
বিভাগ-১: Thallophyta-কে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা: শ্রেণী-১: Algae শ্রেণী-২: Fungi
শ্রেণী-২, Fungi-এর বৈশিষ্ট্য হলো—
i. কোষে ক্লোরোফিল অনুপস্থিত। ii. এরা মৃতজীবী বা পরজীবীরূপে বাস করে। iii. কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। iv. সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন।
v. হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে।
এসব বৈশিষ্ট্যের সঙ্গে Penicillium notatum-এর বৈশিষ্ট্য মিলে যায়। সুতরাং অর্পার পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণীবিন্যাসে পর্যায়ক্রমিক ওপরে বর্ণিত অবস্থানে রয়েছে।
উত্তর: ঘ. Margulis সমগ্র জীবজগৎকে দুটি সুপার কিংডমের আওতায় পাঁচটি কিংডমে ভাগ করেন। কিংডম পাঁচটি হলো: মনেরা (Monera), প্রোটকটিস্টা (Protoctista), ফানজাই (Fungi), প্লান্টি (Plantae) ও অ্যানিমালিয়া (Animalia)।
অর্পার পর্যবেক্ষণকৃত Penicillium notatum, Margulis-এর আধুনিক শ্রেণীবিন্যাসে ফানজাই জগতের অন্তর্ভুক্ত।
কারণ, ফানজাই জগতের বৈশিষ্ট্য হলো:
i. এরা মৃতজীবী বা পরজীবীরূপে বাস করে।
ii. মাইসেলিয়্যাল বা পরবর্তী পরিবর্তনে এককোষী। iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। iv. খাদ্যগ্রহণ পদ্ধতি শোষণ। v. দেহ সাধারণত শাখান্বিত, ফিলামেন্ট সিনোসাইটিক, যাতে ছিদ্রযুক্ত প্রস্থপ্রাচীর সৃষ্টি হতে পারে। vi. হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। vii. জাইগোটে মায়োসিস হয়। viii. এরা সুকেন্দ্রিক। ix. এদের কোনো সালোক সংশ্লেষণকারী বর্ণ কণিকা নেই।
x. এদের পরিবহনতন্ত্র নেই। xi. জননাঙ্গ এককোষী। xii. নিষেকের পর জাইগোটে মায়োসিস হয়।
xiii. স্ত্রীজননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না।
Penicillium notatum নামক ছত্রাকের বৈশিষ্ট্য উপরিউক্ত বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যাওয়ায় এটি ফানজাই জগতের অন্তর্ভুক্ত একটি প্রজাতি।
বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণীবিন্যাস উদ্ভিদের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, বিশেষ করে উদ্ভিদের পুষ্পচরিত্র, অন্তগঠন, ভ্রূণচরিত্র ইত্যাদির ওপর প্রতিষ্ঠিত। এখানে উদ্ভিদজগতের দুটি উপজগৎ Cryptogamia ও Phanerogramia-এর মধ্যে Cryptogamia-এর বিভাগ-১, Thallophyta-এর আওতায় শ্রেণী-২-এ Penicillium notatum-কে রাখা হয়েছে। অন্যদিকে আধুনিক শ্রেণীবিন্যাসের পাঁচ জগৎ ধারণা কোষ, কোষ অঙ্গাণুর গঠন এবং জীববিজ্ঞানের অন্যান্য আধুনিক তথ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এ জন্য এখানে Penicillium notatum-কে সুপার কিংডম ইউক্যারিওটার আওতায় ফানজাই জগতে রাখা হয়েছে।
সংগত কারণেই প্রাকৃতিক ও আধুনিক শ্রেণীবিন্যাস দুটি ভিন্ন ধারণার ওপর প্রতিষ্ঠিত হওয়ায় Penicillium notatum বেনথাম ও হুকারের শ্রেণীবিন্যাসে এক রকম অবস্থানে থাকলেও Margulis-এর শ্রেণীবিন্যাসে তা একই জীব সত্ত্বেও ভিন্ন অবস্থানে রয়েছে।

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা