ব্যবসায় উদ্যোগ

২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ ২য় অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
ক. আত্মবিশ্বাস খ. উদ্ভাবনী ক্ষমতা
গ. পুঁজি সংগ্রহের দক্ষতা
ঘ. ঝুঁকি এড়ানোর মানসিকতা
সঠিক উত্তর: ঘ. ঝুঁকি এড়ানোর মানসিকতা।
২. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়—

. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে
. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে
. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে
নিচের কোনটি সঠিক?
iii
ক. i ও ii খ. i ও 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৩. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা রয়েছে?
ক. উদ্যোগ ও উদ্যোক্তা
খ. ব্যবসায় উদ্যোগ
গ. অর্থ ঘ. কৃষি
সঠিক উত্তর: ক. উদ্যোগ ও উদ্যোক্তা।
৪. যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ
গ. উদ্যোক্তা ঘ. কর্মসংস্থান
সঠিক উত্তর: ক. উদ্যোগ।
৫. আমিনুলের কাহিনি গল্পে আমিনুলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু?
ক. এসএসসি খ. এইচএসসি
গ. ডিগ্রি ঘ. অনার্স
সঠিক উত্তর: গ. ডিগ্রি।
৬. যানবাহন মেরামতে দক্ষতা না থাকায় কোথা থেকে আমিনুল প্রশিক্ষণ নেন?
ক. ওয়ার্কশপ খ. গ্রামীণ ব্যাংক
গ. উদ্যোক্তা প্রশিক্ষণকেন্দ্র
ঘ. যুব উন্নয়ন অধিদপ্তর
সঠিক উত্তর: ঘ. যুব উন্নয়ন অধিদপ্তর।
৭. ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Enterpren
খ. Entrepreneurship
গ. Entrepreneur
ঘ. Extrepreneur
উত্তর: খ. Entrepreneurship
৮. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Entreprene
খ. Entrepreneur
গ. Ertrepreneurohip
ঘ. Business Entrepreneur
সঠিক উত্তর: খ. Entrepreneur
৯. সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মালিককে কী বলা হয়?
ক. উদ্যোক্তা খ. পরিচালক
গ. নিবন্ধক ঘ. তত্ত্বাবধায়ক
সঠিক উত্তর: ক. উদ্যোক্তা।
১০. উদ্যোগ ও উদ্যোক্তা একে অপরের সঙ্গে—
ক. পরোক্ষভাবে জড়িত
খ. বিপরীত
গ. প্রত্যক্ষভাবে জড়িত
ঘ. জড়িত নয়
সঠিক উত্তর: গ. প্রত্যক্ষভাবে জড়িত।
১১. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা কী উন্নয়ন করতে পারে?
ক. মানবসম্পদ খ. শ্রমিক
গ. দক্ষতা ঘ. প্রতিষ্ঠান
সঠিক উত্তর: ক. মানবসম্পদ।
১২. বর্তমানে উদ্যোক্তা হতে হলে নিচের কোনটি না থাকলেও চলে?
ক. শিক্ষা খ. প্রশিক্ষণ
গ. সুযোগ-সুবিধা ঘ. জন্মসূত্র
সঠিক উত্তর: ঘ. জন্মসূত্র।
১৩. কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন-প্রক্রিয়ার নতুন উন্নয়ন-কৌশল গ্রহণ করেন?
ক. সৃজনশীলতা খ. উদ্ভাবনী শক্তি
গ. ঝুঁকিগ্রহণ ঘ. সংবেদনশীলতা
সঠিক উত্তর: খ. উদ্ভাবনী শক্তি।
১৪. উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বেশি আনন্দ পান?
ক. পিছিয়ে পড়া খ. পুরোনো
গ. চ্যালেঞ্জমূলক ঘ. নতুন
সঠিক উত্তর: গ. চ্যালেঞ্জমূলক।
১৫. সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে?
ক. পরিকল্পনার মাধ্যমে
খ. বিশ্লেষণের মাধ্যমে
গ. গবেষণার মাধ্যমে
ঘ. বিচার-বিশ্লেষণের মাধ্যমে
সঠিক উত্তর: ঘ. বিচার-বিশ্লেষণের মাধ্যমে।
১৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-এর মতে, আমাদের উৎপাদনের শতকরা ৫০ ভাগ সেবা খাত থেকে আসে, এর উল্লেখ আছে?
ক. ২০০৯ খ. ২০১০
গ. ২০১১ ঘ. ২০১২
সঠিক উত্তর: খ. ২০১০।
১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
ক. ২০ ভাগ খ. ৩০ ভাগ
গ. ৪০ ভাগ ঘ. ৫০ ভাগ
সঠিক উত্তর: ঘ. ৫০ ভাগ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা