
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৪
১. বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে আলো লম্বভাবে আপতিত হলে কত ভাগ আলো প্রতিফলিত হয়?
ক. ৫.৪% খ. ৪.৫% গ. ৬.৪% ঘ. ৫%
উত্তর: খ. ৪.৫%
২. সমতল দর্পণে শতকরা কত ভাগ আলো প্রতিফলিত হয়?
ক. ৩৫% খ. ৪০% গ. ৪৫% ঘ. ৫০%। উত্তর: খ. ৪০%
৩. কোন রঙের তল সব রঙের আলো প্রতিফলিত করে?
ক. সাদা খ. লাল গ. সবুজ ঘ. হলুদ। উত্তর: ক. সাদা
৪. দর্পণে কোনটি ঘটে?
ক. প্রতিসরণ খ. প্রতিফলন গ. ব্যতিচার ঘ. সমবর্তন
উত্তর: খ. প্রতিফলন
৫. উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না?
ক. অসদ খ. সোজা গ. আকারে ছোট ঘ. বাস্তব
উত্তর: ঘ. বাস্তব
৬. মোটরগাড়ির হেডলাইট বা রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক. সমতল দর্পণ খ. অবতল দর্পণ
গ. উত্তল দর্পণ ঘ. গোলীয় দর্পণ
উত্তর: গ. উত্তল দর্পণ
৭. দর্পণে কোন বস্তুর ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না?
ক. ঘনবস্তু খ. মানুষ গ. প্রতিসম বস্তু ঘ. অপ্রতিসম বস্তু।
উত্তর: গ. প্রতিসম বস্তু
৮. সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কীরূপ হয়?
ক. সদ খ. উল্টো গ. অসদ ঘ. বিবর্ধিত। উত্তর: গ. অসদ
৯. সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কোনটি?
ক. অসদ ও সোজা খ. সদ ও সোজা
গ. অসদ ও উল্টো ঘ. সদ ও উল্টো
উত্তর: ক. অসদ ও সোজা
১০. সমতল দর্পণে সৃষ্ট বিম্বের আকার কীরূপ হয়?
ক. খর্বিত খ. বিবর্ধিত
গ. অত্যন্ত বিবর্ধিত ঘ. বস্তুর আকারের সমান
উত্তর: ঘ. বস্তুর আকারের সমান
১১. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে কী বলে?
ক. কেন্দ্র খ. মেরু গ. অক্ষ ঘ. ব্যাসার্ধ। উত্তর: খ. মেরু
১২. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কতটুকু হবে? ক. এক-তৃতীয়াংশ খ. দ্বিগুণ গ. সমান ঘ. অর্ধেক
উত্তর: ঘ. অর্ধেক
১৩. গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের কতটুকু হবে?
ক. অর্ধেক খ. সমান গ. দ্বিগুণ ঘ. এক-চতুর্থাংশ
উত্তর: গ. দ্বিগুণ
১৪. বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে?
ক. গোলীয় অপেরণ খ. অভিলম্ব আপতন
গ. কৌণিক বিবর্ধন ঘ. রৈখিক বিবর্ধন
উত্তর: ঘ. রৈখিক বিবর্ধন
১৫. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কীরূপ হয়?
ক. অত্যন্ত খর্বিত খ. খর্বিত গ. বিবর্ধিত ঘ. বস্তুর সমান
উত্তর: ক. অত্যন্ত খর্বিত
১৬. অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তুর বিম্বের প্রকৃতি কেমন হবে?
ক. অসদ ও সোজা খ. সদ ও সোজা
গ. অসদ ও উল্টো ঘ. সদ ও উল্টো
উত্তর: ঘ. সদ ও উল্টো
১৭. কোনো স্টিমারের সার্চলাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক. সমতল দর্পণ খ. উত্তল দর্পণ
গ. অবতল দর্পণ ঘ. গোলীয় দর্পণ
উত্তর: গ. অবতল দর্পণ
১৮. নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহূত হয়?
ক. দর্পণ খ. উত্তল দর্পণ গ. অবতল দর্পণ ঘ. গোলীয় দর্পণ
উত্তর: গ. অবতল দর্পণ
১৯. চিকিৎসকেরা চোখ, নাক, গলা পর্যবেক্ষণে নিচের কোনটি ব্যবহার করেন?
ক. উত্তল দর্পণ খ. উত্তল লেন্স
গ. অবতল দর্পণ ঘ. অবতল লেন্স
উত্তর: গ. অবতল দর্পণ
২০. উত্তল দর্পণে বিম্বের প্রকৃতির সর্বদা কীরূপ হবে?
ক. সদ ও উল্টো খ. অসদ ও সোজা
গ. সদ ও সোজা ঘ. অসদ ও উল্টো
উত্তর: খ. অসদ ও সোজা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল