Thank you for trying Sticky AMP!!

৫জি আসছে

ফোরজির চেয়েও ৪০ গুণ দ্রুতগতির হবে ৫ জি

থ্রিজি, ফোরজির পর এবার আসছে ৫ জি। চলতি দশকেই ৫ জির দেখা মিলতে পারে। ৫জি ওয়্যারলেস প্রযুক্তি হবে ফোরজির চেয়েও ৪০ গুণ দ্রুতগতির। খবর সিএনএনের।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই দশক শেষ হওয়ার আগেই ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ৫জি প্রযুক্তি সরবরাহ করতে শুরু করবে যা ফোরজি প্রযুক্তির চেয়েও ৪০ গুণ দ্রুতগতির হবে। এই গতির নেটওয়ার্কে স্মার্টফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।
নকিয়া কর্তৃপক্ষ বলছে, ৫জি প্রযুক্তিতে ৮কে মানের ভিডিও থ্রিডিতে দেখা যাবে। যাতে ছবির ডিটেইল বা বিষয়বস্তু থাকবে ঝকঝকে যা বর্তমানের ফোরকে ভিডিওর চেয়ে দ্বিগুণ ঝকঝকে ও এইচডির চেয়ে ১৬ গুণ পরিষ্কার হবে। এটি ফোরজি প্রযুক্তির চেয়ে যেমন হবে দ্রুতগতির তেমনি এর খরচও হবে অনেক বেশি।
৫জি সমর্থিত স্মার্টফোনে থ্রিডি মুভি ডাউনলোড করা যাবে মাত্র ছয় সেকেন্ডে। ফোরজিতে যা ছয় মিনিট পর্যন্ত লাগে।