Thank you for trying Sticky AMP!!

৫-জি ফোনের ঘোষণা দিল অপো

অপো ৫জি ফোন

চীনা মোবাইল ফোন নির্মাতা অপো যে এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চমক দেবে, তা আগেই ধারণা করা হয়েছিল। স্পেনের বার্সেলোনায় আয়োজিত অনুষ্ঠানে ৫–জি নেটওয়ার্ক সমর্থিত নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে স্মার্টফোনটি সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট থাকার কথা বলেছে।

এ ছাড়া অনুষ্ঠানে অপো ৫–জি ল্যান্ডিং প্রকল্প নামে টেলিকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার একটি প্রকল্পের ঘোষণা দিয়েছে।

অনুষ্ঠানে অপোর ভাইস প্রেসিডেন্ট অ্যানি জিয়াং বলেছেন, অপোর প্রথম ৫–জি স্মার্টফোন এটি। ৫–জি ফোন আনতে অ্যানটেনার নকশা থেকে শুরু করে নানা বাধা পেরোতে হয়েছে।

অনুষ্ঠানে কোয়ালকমের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ানো অ্যামন উপস্থিত ছিলেন। তিনি বলেন, অপোর প্রথম ৫–জি ফোনে কোয়ালকমের ৮৫৫ চিপসেট ও স্ন্যাপড্রাগন এক্স ৫০ মডেম থাকবে। ফোর–জি থেকে ফাইভ–জিতে রূপান্তরে অপো নেতৃত্বাস্থানীয় পর্যায়ে থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে গ্যালাক্সি এস ১০ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এ ফোনের একটি সংস্করণ ৫–জি নেটওয়ার্ক সমর্থন করবে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ওই ফোন বাজারে ছাড়বে স্যামসাং।