বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
n বই পড়া
৩৬. ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়’—এখানে‘মনে বড়’ বলতে বোঝানো হয়েছে—
i. শিক্ষিত ii. সংস্কৃতিমান iii. প্রতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. iii
৩৭. ‘সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে’—এ কথার অন্তর্নিহিত অর্থ হলো, সাহিত্য পড়ে—
i. আলোকিত মানুষ হব ii. রুচিঋদ্ধ মানুষ হব iii. পরিপূর্ণ মানুষ হব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩৮. লেখক‘গঙ্গাস্নানের’ সমতুল্য বিবেচনা করেছেন—
i. সাহিত্যচর্চাকে ii. লাইব্রেরি প্রতিষ্ঠাকে iii. আত্মরক্ষার চেষ্টাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
৩৯. ‘বই পড়া’ প্রবন্ধটির উৎস কী?
ক. বীরবলের হালখাতা খ. চার ইয়ারী কথা গ. প্রবন্ধ সংগ্রহ ঘ. নীললোহিত
৪০. ‘গতাসু’ শব্দের আভিধানিক অর্থ কী?
ক. অধমৃত খ. মৃত গ. গতানুগতিক ঘ. গতকাল
৪১. ‘ডেমোক্রেসি’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র গ. গণতন্ত্র ঘ. একটিও না
৪২. ‘প্রচ্ছন্ন’ শব্দের অর্থ কী?
ক. গোপন খ. প্রকাশ গ. বিচ্ছিন্ন ঘ. প্রকৃষ্টরূপে
৪৩. ‘কারদানি’ মানে কী?
ক. কর-সংক্রান্ত কথা খ. বাহাদুরি গ. কারবার পদ্ধতি ঘ. ক্ষমাপ্রার্থনা
৪৪. ‘ভাঁড়েও ভবানী’ কথাটির অর্থ কী?
ক. রিক্ত খ. প্রাচুর্য গ. অলসতা ঘ. পরিশ্রমী
৪৫. ‘উদ্বাহু’ কথাটির অর্থ কী?
ক. ঊর্ধ্ব বাহু খ. ঊর্ধ্ব আয় গ. হাত বাড়ানো ঘ. হাত গোটানো।
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
বই পড়া: ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ক ৩৯. গ ৪০. খ ৪১. গ ৪২. ক ৪৩. খ ৪৪. ক ৪৫. ক।