Thank you for trying Sticky AMP!!

ইন্টেলের পেন্টিয়াম প্রসেসর

পেন্টিয়াম প্রসেসর সরবরাহ শুরু করল ইন্টেল

২২ মার্চ ১৯৯৩

শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর সরবরাহ শুরু করে।

২২ মার্চ ১৯৬৯

অ্যাপলের তৈরি ডিজিটাল গান শোনার জনপ্রিয় যন্ত্র আইপডের জনক মার্কিন প্রকৌশলী, ডিজাইনার, উদ্যোক্তা ও বিনিয়োগকারী টনি ফেডাল জন্মগ্রহণ করেন।

২২ মার্চ ১৯৯৩
পেন্টিয়াম প্রসেসর সরবরাহ শুরু করল ইন্টেল
শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর সরবরাহ শুরু করে। পেন্টিয়ামের নির্মাতা ইন্টেলের প্রকৌশলী ফেডেরিকো ফ্যাগিন, টেড হফ, স্ট্যান মেজর এবং জাপানের বিজিকমের প্রকৌশলী মাসাতোশি শিমা ১৯৭১ সালে ইন্টেলের হয়ে পৃথিবীর প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেছিলেন। সেটি ছিল ইন্টেল ৪০০৪।

অ্যান্থনি (টনি) মাইকেল ফেডাল

২২ মার্চ ১৯৬৯
আইপডের জনক টনি ফেডালের জন্ম
অ্যাপলের তৈরি ডিজিটাল গান শোনার জনপ্রিয় যন্ত্র আইপডের জনক মার্কিন প্রকৌশলী, ডিজাইনার, উদ্যোক্তা ও বিনিয়োগকারী অ্যান্থনি (টনি) মাইকেল ফেডাল জন্মগ্রহণ করেন। তিনি অ্যাপলের আইপড বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি নেস্ট ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০০১ সালে ফেডাল অ্যাপলে যোগ দিয়ে আইপডের যন্ত্রাংশ, সফটওয়্যার ও অনুষঙ্গ বিভাগের দেখভাল করেন। তাঁকে আইপডের জনক ডাকা হয়। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইপডের তিনটি প্রজন্ম তৈরির পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ফেডাল। ২০১০ সালের মে মাসে ফেডাল নেস্ট ল্যাবস প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে নেস্ট লার্নিং থার্মোস্ট্যাট বাজারে আনা হয় ২০১১ সালে। ২০১৪ সালের জানুয়ারিতে নেস্টকে ৩২০ কোটি মার্কিন ডলারে গুগল অধিগ্রহণ করে। ফেডাল ১৯৯১ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক হন।