
গুগলের কিছু কিছু হোম স্মার্ট স্পিকার হ্যাক করে দূর থেকে নিয়ন্ত্রণ নেওয়া যায়। এর পাশাপাশি যন্ত্রটির ব্যবহারকারীর কথোপকথনেও আড়ি পাতা সম্ভব। ম্যাট কুঞ্জি নামের এক সাইবার নিরাপত্তা–বিশেষজ্ঞ এমনটাই জানিয়েছেন।
ম্যাট কুঞ্জি স্মার্ট স্পিকারের এ ত্রুটি (বাগ) শনাক্ত করে গুগলের কাছ থেকে পুরস্কৃতও হয়েছেন। এক ব্লগ পোস্টে এই বিশেষজ্ঞ লেখেন, তিনি নিজের ব্যক্তিগত গুগল হোম মিনি স্পিকারে সম্ভাব্য এ বিষয়ের অনুসন্ধান করতে গিয়েই ওই বাগ পান। এই বাগের সুযোগ নিয়ে আরেকটি গুগল অ্যাকাউন্ট স্পিকারের সঙ্গে সংযোগ স্থাপন করিয়ে আড়ি পাতা যায়।
এ জন্য হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের তারহীন সংযোগসীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক ঠিকানা কী, তা তাঁর জানতে হবে। এরপর ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে হ্যাকাররা স্পিকারটিকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন।
আর এই সেটআপ মোডে তাঁরা যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন। তখন ওয়াই-ফাই সংযোগসীমার বাইরে গেলেও তা শুনতে পারবেন।
সূত্র: টেকরাডার