গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের অগ্রিম ফরমাশ কার্যক্রম শুরুর ঘোষণা দেন স্যামসাংয়ের প্রধান ব্যবস্থাপক (ট্রেইনি, এমএক্স ব্যবসা) মোহাম্মদ শাহরিয়ার
গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের অগ্রিম ফরমাশ কার্যক্রম শুরুর ঘোষণা দেন স্যামসাংয়ের প্রধান ব্যবস্থাপক (ট্রেইনি, এমএক্স ব্যবসা) মোহাম্মদ শাহরিয়ার

দেশের বাজারে আসছে গ্যালাক্সি এস২৩ আলট্রা

যাঁরা ছবি তুলতে ভালোবাসেন, তাঁদের জন্য সুখবর। ভালো মানের ছবি তোলার জন্য বড় ক্যামেরা নিয়ে পথে ঘুরতে হবে না আর। স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলের ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা যাবে। বাংলাদেশের ব্যবহারকারীদের এ সুযোগ দিতে বিশ্ববাজারে উন্মোচন হওয়ার দুই সপ্তাহের মধ্যেই ফোনটির অগ্রিম ফরমাশ কার্যক্রম শুরু করেছে স্যামসাং কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ প্রদর্শনী কেন্দ্রে গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের উল্লেখযোগ্য দিক তুলে ধরার পাশাপাশি অগ্রিম ফরমাশ কার্যক্রম শুরুর ঘোষণা দেন স্যামসাংয়ের এমএক্স ব্যবসা বিভাগের প্রধান ব্যবস্থাপক (ট্রেইনি, এমএক্স ব্যবসা) মোহাম্মদ শাহরিয়ার।

অনুষ্ঠানে জানানো হয়, গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলের ফোনটির দাম ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা। অগ্রিম ফরমাশ দিলে ক্রেতারা ১৫ হাজার টাকা ফেরত পাবেন (ক্যাশব্যাক)। নির্দিষ্ট ব্যাংকের গ্রাহকেরা ২৪ মাসের কিস্তিতে সুদ ছাড়া ফোনটি কেনার পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাকও পাবেন। শুধু তা–ই নয়, অগ্রিম ফরমাশ দেওয়া সব ক্রেতাই ২৫৬ গিগাবাইট সংস্করণের দামে ফোনটির ৫১২ গিগাবাইট সংস্করণ কিনতে পারবেন। স্যামসাংয়ের ওয়েবসাইটে ২০ হাজার টাকা দিয়ে ফোনটির জন্য অগ্রিম ফরমাশ দেওয়া যাবে।

স্যামসাংয়ের তথ্যমতে, গ্যালাক্সি এস২৩ আলট্রায় শক্তিশালী ক্যামেরার পাশাপাশি ‍২এক্স স্টেডি ভিডিও এবং প্রফেশনাল গ্রেড পোর্টেট ভিডিও সুবিধা থাকায় সহজেই নিখুঁত ছবি তোলা সম্ভব। শুধু তা–ই নয়, ফোনের ক্যামেরায় থাকা ‘নাইটোগ্রাফি’ সুবিধা কাজে লাগিয়ে অন্ধকারেও উন্নত মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়।