নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস-সহ অ্যাপলের স্মার্টফোন আইফোন বাজারে আনার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ জবস। একই সঙ্গে তিনি অ্যাপল টিভির ঘোষণাও দেন।
৯ জানুয়ারি ২০০৭
আইফোন ও অ্যাপল টিভির ঘোষণা দিলেন স্টিভ জবস
নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস-সহ অ্যাপলের স্মার্টফোন আইফোন বাজারে আনার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ জবস। একই সঙ্গে তিনি অ্যাপল টিভিরও ঘোষণা দেন। পর্দা স্পর্শ করে ব্যবহার করার, অর্থাৎ টাচ স্ক্রিন প্রযুক্তির ফোন হিসেবে আইফোন মুঠোফোনের জগতে বৈপ্লবিক পরিবর্তন আনে। এখন স্মার্টফোনের সমার্থক শব্দ হয়ে উঠেছে আইফোন।
২০০৭ সালে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত পৃথিবীজুড়ে ২৩২ কোটি আইফোন বিক্রি হয়েছে। এখন ১৪৬ কোটি সক্রিয় আইফোন ব্যবহারকারী রয়েছেন বিশ্বে, যা স্মার্টফোন ব্যবহারকারীর ২১ দশমিক ৬৭ শতাংশ। অ্যাপল আশা করছে, চলতি ২০২৪ সালে ১৫৬ কোটি আইফোন বিক্রি হবে। আইফোনের ৫১ শতাংশ ব্যবহারকারী নারী, ৪৯ শতাংশ পুরুষ।
অ্যাপল প্রতিবছর (সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর) নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয়। সর্বশেষ গত বছর আইফোন ১৫ সিরিজ বাজারে এনেছে অ্যাপল।
আইফোন ও অ্যাপল টিভির ঘোষণার ঠিক ছয় বছর আগে ২০০১ সালের ৯ জানুয়ারি ম্যাক ওএসের জন্য ডিজিটাল সংগীত বিক্রির জন্য অনলাইন দোকান আইটিউনস চালু করেছিল অ্যাপল।
৯ জানুয়ারি ১৯৩৮
লেজার প্রিন্টারের উদ্ভাবক গ্যারি স্টার্কওয়েদারের জন্ম
মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক গ্যারি স্টার্কওয়েদার জন্মগ্রহণ করেন। জেরক্স পার্কে (প্যালো অ্যালটো রিসার্চ সেন্টার) কাজ করার সময় তিনি লেজার প্রিন্টার উদ্ভাবন করেন। এ ছাড়া তিনি কম্পিউটার প্রিন্টারের জন্য রং ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেন এবং কালারসিঙ্ক প্রযুক্তির উন্নয়নে নেতৃত্ব দেন।
১৯৭১ সালে লেজার প্রযুক্তি কাগজে মুদ্রণকাজে ব্যবহার করেন স্টার্কওয়েদার। তৈরি হয় লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার ছোট-বড় প্রতিষ্ঠান, স্কুল ও অন্যান্য স্থানে দ্রুত মানসম্পন্ন ছাপা নিশ্চিত করে, ফলে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় লেজার প্রিন্টার। বাসাবাড়িতে ব্যবহৃত ইঙ্কজেট প্রিন্টারের চেয়ে আকারে বড় লেজার প্রিন্টার। গ্যারি স্টার্কওয়েদার ২০১৯ সালের ২৬ ডিসেম্বর মারা যান।