Thank you for trying Sticky AMP!!

তিন সেকেন্ডেই কণ্ঠস্বর নকল করবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা

মাত্র তিন সেকেন্ডে অডিও রেকর্ড বিশ্লেষণ করে কণ্ঠ নকল করতে পারবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তিটি বিস্ময়কর হলেও এ নিয়ে শঙ্কাও রয়েছে। কেননা, সাইবার অপরাধীরা এ প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ প্রযুক্তির নাম ভ্যাল-ই। মিশ্র প্রতিক্রিয়া তৈরি হওয়া মাইক্রোসফটের এ প্রযুক্তি অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়। সেই পরিকল্পনাও নেই। তবে উল্টোপিঠে অনেকেই বলছেন, যাঁরা কোনো কারণে কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন, তাঁরা নিজের কণ্ঠস্বর শোনার অভিজ্ঞতা পাবেন।

যার কণ্ঠ নকল করা হবে, তার সম্মতি নিয়েই এ কার্যক্রম পরিচালনা করবে মাইক্রোসফট। ভ্যাল-ই প্রযুক্তিকে ৬০ হাজার ঘণ্টা ধরে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি আমেরিকান, ব্রিটিশ ও বিভিন্ন ইউরোপীয় উচ্চারণে কণ্ঠ নকল করতে পারবে। লিখিত পাণ্ডুলিপি থেকে কণ্ঠস্বর তৈরি করবে ভ্যাল-ই।

টুইটারে অনেকেই প্রযুক্তিটি নিয়ে মন্তব্য করেছেন। অনেকে বলছেন, এ প্রযুক্তি কণ্ঠশিল্পীদের জন্য বিপদ ডেকে আনবে। আবার কেউ কেউ বলেছেন, প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো কণ্ঠস্বর হারানো ব্যক্তিদের জন্য এটি দারুণ উদ্ভাবন।
সূত্র: ডেইলি মেইল