ফেসবুক ব্যবহারকারী
ফেসবুক ব্যবহারকারী

ফেসবুকের পাবলিক পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ করবেন যেভাবে

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে ফেসবুকে নিয়মিত ছবি, ভিডিও এবং লেখা পোস্ট করেন অনেকেই। এসব পোস্ট পাবলিক করা থাকলে ফেসবুক বন্ধু ছাড়াও অন্য ফেসবুক ব্যবহারকারীরাও দেখতে পারেন। আর তাই এসব পোস্টে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেন অপরিচিত ব্যক্তিরা। এর ফলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তবে ব্যবহারকারীরা চাইলে ফেসবুকের পাবলিক পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ রাখতে পারেন। ফেসবুকের পাবলিক পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

পাবলিক পোস্টে মন্তব্য করার সুবিধা বন্ধের জন্য ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর যে পাবলিক পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ করতে হবে সেই পোস্টের ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এবার ‘হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট’ অপশনে ট্যাপ করে ‘প্রোফাইল অ্যান্ড পেজেস ইউ মেনশন’ অপশন নির্বাচন করলেই নির্বাচিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ মন্তব্য করতে পারবেন না।