ফেসবুক
ফেসবুক

টিপস

ফেসবুকে নির্দিষ্ট ভাষায় পোস্টের তথ্য অনুবাদ করবেন যেভাবে

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অসংখ্য ভিন্ন ভাষাভাষীর মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর তাই ব্যবহারকারীদের ইংরেজি ভাষায় দেওয়া পোস্টগুলো অন্য ভাষাভাষীর উপযোগী করতে বিভিন্ন ভাষায় অনুবাদ করে দেয় ফেসবুক। তবে ফেসবুকে চাইলেই যেকোনো ভাষায় দেওয়া পোস্ট নিজের ভাষায় অনুবাদ করে পড়া সম্ভব। অর্থাৎ ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, পর্তুগিজ. জাপানিজসহ বিভিন্ন ভাষার পোস্টগুলোও নিজেদের পছন্দের ভাষায় পড়া যাবে। ফেসবুকে পোস্ট অনুবাদের জন্য ভাষা নির্বাচনের পদ্ধতি দেখে নেওয়া যাক—

ফেসবুকে পোস্ট অনুবাদের ভাষা নির্বাচনের জন্য প্রথমে ফেসবুকের সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এরপর সেটিংস নির্বাচন করে অ্যাকাউন্টের নিচে থাকা ট্রান্সলেশন ফর পোস্ট অপশন নির্বাচন করতে হবে। পরবর্তী পেজে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন সেটিংস দেখা যাবে। সেখানে নিচে থাকা ল্যাঙ্গুয়েজ ইনটু হুইচ ইউ উড লাইক টু হ্যাভ পোস্টস ট্রান্সলেটেড অপশন থেকে পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। এবার সেভ বাটনে চাপ দিলেই ভাষাটি নির্বাচিত হয়ে যাবে। ভাষা নির্বাচনের পর যেসব ফেসবুক পোস্টে অনুবাদ দেখার সুযোগ রয়েছে সেসব পোস্টের নিচে সি ট্রান্সলেশন অপশনে ক্লিক করলেই নির্বাচিত ভাষায় পোস্টে থাকা তথ্য পড়া যাবে।