Thank you for trying Sticky AMP!!

অ্যান্ড্রয়েড ফোন থেকে এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে এসএমএস পাঠানো যায়

অ্যান্ড্রয়েড ফোন থেকে নিরাপদে এসএমএস পাঠাবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের পাশাপাশি গুগলের মেসেজেস অ্যাপ ব্যবহার করেও এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে বার্তা পাঠানো যায়। এর ফলে প্রাপক ছাড়া অন্য কোনো ব্যক্তি বার্তায় থাকা তথ্য জানতে পারেন না। তবে অ্যান্ড্রয়েড ফোন থেকে এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে এসএমএস আদান-প্রদানের জন্য প্রেরক ও প্রাপকের ফোনে অবশ্যই মেসেজেস অ্যাপের আরসিএস বা রিচ কমিউনিকেশন সার্ভিসেস সুবিধা চালু থাকতে হবে।

অ্যান্ড্রয়েড ফোন থেকে নিরাপদে এসএমএস পাঠানোর জন্য প্রথমে মেসেজেস অ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল নাম বা ছবিতে ট্যাপ করতে হবে। এবার ‘মেসেজেস সেটিংস’ নির্বাচন করে জেনারেল অপশন থেকে ‘আরসিএস চ্যাটস’ নির্বাচন করতে হবে। এরপর ‘টার্ন অন আরসিএস’–এ ট্যাপ করে নিচে থাকা ‘ভেরিফাই ইয়োর নম্বর’ অপশন নির্বাচনের পর নিজের মুঠোফোন নম্বর লিখতে হবে। এবার ফোনে আসা ওটিপি ব্যবহারের মাধ্যমে নম্বর যাচাই করলেই নম্বরের নিচে স্ট্যাটাস অপশনে কানেক্টেড বার্তা দেখা যাবে। এরপর আপনি যখনই এসএমএস পাঠান না কেন, সেগুলোতে ‘আরসিএস চ্যাট উইথ’ বার্তা দেখাবে মেসেজেস অ্যাপ।

উল্লেখ্য, মেসেজেস অ্যাপের মাধ্যমে এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে এসএমএস পাঠানো হলে তার পাশে লক আইকন যুক্ত থাকে। ফলে প্রাপক জানতে পারেন, এসএমএসে থাকা তথ্য এনক্রিপ্টেড করে পাঠানো হয়েছে। শুধু তা–ই নয়, প্রাপক বার্তা পড়লেই এসএমএসটিতে যুক্ত হয় রিসিট চিহ্ন। ফলে প্রেরকও জানতে পারেন তাঁর পাঠানো বার্তা পড়া হয়েছে।