Thank you for trying Sticky AMP!!

হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার

হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার ব্যবহার করবেন যেভাবে

সম্প্রতি চ্যাট ফিল্টার অপশন চালু করেছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো সর্বশেষ বার্তাগুলো বর্তমানের তুলনায় দ্রুত পড়া যায়। ফলে ব্যস্ততার সময়ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজে জানতে পারেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

চ্যাট ফিল্টার ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে প্রথমে হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট ফিডের ওপর থাকা ‘ফিল্টার’ থেকে ‘অল’ অপশন নির্বাচন করলে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের সব বার্তা দেখা যাবে। এবার ‘আনরিড’ অপশন নির্বাচন করলে অন্যদের পাঠানো যেসব বার্তা পড়া হয়নি, সেগুলো দেখা যাবে। ফলে অন্যদের পাঠানো সর্বশেষ বার্তাগুলো দ্রুত পড়ার সুযোগ মিলবে। এ ছাড়া ফিল্টারে থাকা ‘গ্রুপ’ অপশন নির্বাচন করলে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকা সব গ্রুপের নাম দেখার পাশাপাশি সেগুলোতে প্রবেশও করা যাবে।