সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ‘পাবলিক’ ও ‘প্রাইভেট’ হিসেবে রাখা যায়। পাবলিক অ্যাকাউন্ট থেকে সাধারণ নিয়মে দেওয়া পোস্ট, রিলস ভিডিও সবাই দেখতে পারেন। তবে প্রাইভেট অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্ট, রিলস ভিডিও, স্টোরি শুধু অনুসরণকারীরা (ফলোয়ার) দেখতে পারেন। আবার অ্যাকাউন্ট প্রাইভেট করা থাকলে কারা অনুসরণ করতে পারবেন, সেটিও নির্ধারণ করা যায়। ফলে অপরিচিত ব্যক্তিদের নজরদারি থেকে রক্ষা পাওয়া যাবে।
অনেক সময়ই ব্যক্তিগত গোপনীয়তার কারণে বা অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করতে হয়। পরে ব্যবহারকারী সুবিধা অনুযায়ী খুব সহজেই প্রাইভেট অ্যাকাউন্টকে পাবলিকে রূপান্তর করতে পারবেন। দেখে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা যায়।
প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। পরের পেজে ওপরে ডানদিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। স্ক্রল করে ‘হু ক্যান সি ইউর কনটেন্ট’–এর নিচে থাকা অ্যাকাউন্ট প্রাইভেসি অপশন দেখা যাবে। অ্যাকাউন্ট পাবলিক করা থাকলে এর পাশে পাবলিক লেখা দেখা যাবে। এবার অপশনটিতে ট্যাপ করে পরবর্তী পেজে যেতে হবে। সেখানে প্রাইভেট অ্যাকাউন্ট এর পাশে থাকা টগলটি চালু করে দিতে হবে। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাবে।