Thank you for trying Sticky AMP!!

আইফোনে মুছে ফেলা বার্তা উদ্ধার করা যায়।

আইফোনে মুছে ফেলা বার্তা উদ্ধার করবেন যেভাবে

অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলার সময় মনের ভুলে গুরুত্বপূর্ণ বার্তাও মুছে ফেলেন অনেকেই। ফলে মাঝেমধ্যে বেশ সমস্যার মুখোমুখি হতে হয়। তবে আইফোনে চাইলেই মুছে ফেলা বার্তা উদ্ধার করা যায়। আইওএস ১৬ অপারেটিং সিস্টেম চলা আইফোনে এ সুবিধা পাওয়া যাবে।

Also Read: আইফোন আসল না নকল, যাচাই করবেন যেভাবে

মুছে ফেলা বার্তা উদ্ধারের জন্য প্রথমে আইফোনের মেসেজ অ্যাপের বাঁ পাশে থাকা এডিট বাটনে ক্লিক করতে হবে। এরপর শো রিসেন্টলি ডিলিটেড অপশন বাছাই করলে মুছে ফেলা বার্তাগুলো দেখা যাবে। এবার যে বার্তা উদ্ধার করতে হবে সেটি নির্বাচন করে রিকভার বাটনে ক্লিক করতে হবে। এবার রিকভার মেসেজে ট্যাপ করে ডান অপশনে ক্লিক করলেই মুছে ফেলা বার্তাটি ইনবক্সে দেখা যাবে।

Also Read: আইওএস ১৬.২ হালনাগাদ করে বিপাকে আইফোন ১৪ ব্যবহারকারীরা

রিসেন্টলি ডিলিটেড অপশন কাজে লাগিয়ে সর্বোচ্চ ৪০ দিন আগের মুছে ফেলা বার্তাউদ্ধার করা যাবে। তবে সম্প্রতি আইওএস হালনাগাদ করলে আগের মুছে ফেলা কোনো বার্তা উদ্ধার করা যাবে না।। শুধু তা–ই নয়, মেসেজ ফিল্টারিং সুবিধা চালু থাকলেও এডিট বাটন ব্যবহার করা যাবে না।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Also Read: আইফোনের পর্দার ত্রুটি কি সফটওয়্যারের