Thank you for trying Sticky AMP!!

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

ইউটিউবে থাকা ভিডিও সহজেই ডাউনলোড করা যায়

ব্যক্তিগত বা পেশাগত কাজের প্রয়োজনে অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়ে থাকে। ইউটিউব থেকে চাইলেই সব ভিডিও সরাসরি ডাউনলোড করা যায় না। শুধু তাই নয়, ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিওগুলো সাধারণত ইউটিউবেই সংরক্ষিত থাকে, যা অফলাইনেও (ইন্টারনেট–সংযোগ সক্রিয় না করে) দেখা যায়। তবে চিন্তার কিছু নেই, ‘সেভফ্রমডটনেট’ নামের ভিডিও ডাউনলোডারের সাহায্যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করা যায়।

ভিডিও ডাউনলোডের জন্য প্রথমে ইউটিউবে প্রবেশ করে ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ব্রাউজারের অ্যাড্রেসবারে থাকা ভিডিওটির লিংক কপি করতে হবে। এবার SaveFrom. net ওয়েবসাইটে প্রবেশ করে সার্চ বক্সে কপি করা লিংকটি পেস্ট করে ডাউনলোড চাপলেই ভিডিওটির প্রিভিউ এবং ডাউনলোডের বিভিন্ন অপশন দেখা যাবে। পছন্দের অপশন নির্বাচন করে পুনরায় ডাউনলোড চাপলেই ভিডিওটি কম্পিউটারে সংরক্ষণ হয়ে যাবে।